Thursday, March 28, 2024
Homeবাংলা সাহিত্য ও ব্যাকরণ১০ম – ৩৭তম বিসিএস পরীক্ষায় আসা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় ...

১০ম – ৩৭তম বিসিএস পরীক্ষায় আসা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় পিডিএফ ডাউনলোড

১০ম – ৩৭তম বিসিএস পরীক্ষায় আসা ব্যাসবাক্য সহ

সমাস নির্ণয় পিডিএফ ডাউনলোড

 
v  দ্বন্দ্ব সমাসঃ
Ø  মরাবাঁচা —- মরা ও বাঁচা — দ্বন্দ্ব
Ø  দা — কুমড়া —- দা ও কুমড়া — দ্বন্দ্ব
Ø  সৈন্য সামন্ত —- সৈন্য ও সামন্ত — দ্বন্দ্ব
Ø  রক্তমাংস —- রক্ত ও মাংস — দ্বন্দ্ব
Ø  ভরণপোষণ —- ভোরণ ও পোষণকারী —দ্বন্দ্ব
Ø  জনমানব —- জন ও মানব — দ্বন্দ্ব
Ø  সাত সতের —- সাত ও সতের — দ্বন্দ্ব
Ø  দুধভাত —- দুধ ও ভাত — দ্বন্দ্ব
Ø  সাপে–নেউলে —- সাপে ও নেউলে — দ্বন্দ্ব
Ø  দম্পতি —- জায়া ও পতি — দ্বন্দ্ব
Ø  লেনদেন —- লেন ও দেন — দ্বন্দ্ব
Ø  হিতাহিত —- হিত ও অহিত — দ্বন্দ্ব
Ø  অত্যাচারঅবিচার —- অত্যাচার ও অবিচার — দ্বন্দ্ব
v  অলুক দ্বন্দ্ব সমাসঃ
হাতে পায়ে —- হাতে ও পায়ে — অলুক দ্বন্দ্ব
দুধেভাতে —– দুধে ও ভাতে — অলুক দ্বন্দ্ব
বনেবাদারে —- বনে ওবাদারে — অলুক দ্বন্দ্ব
জন্ম মৃত্যু —- জন্ম ও মৃত্যু — অলুক দ্বন্দ্ব
v  কর্মধারয় সমাসঃ
v  মধ্যপদলোপী কর্মধারয় সমাসঃ
Ø  সিংহাসন —সিংহ চিহ্নিত আসন — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  হাঁটুজল — হাঁটু পরিমান জল — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  পানাপুকুর — পানা ভরা পুকুর — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  বিরানব্বই — নব্বই অধিক দুই — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  শিক্ষামন্ত্রী — শিক্ষা বিষয়ক মন্ত্রী — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  পলান্ন — পল মিশ্রিত অন্ন — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  মমতারস — মমতা মিশ্রিত রস — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  ধর্মঘট — ধর্ম রক্ষার্থে ঘট — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  আয়কর — আয়ের উপর কর — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  সন্ধ্যা প্রদীপ — সন্ধ্যা কাল জ্বালানো প্রদীপ — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  জয় পতাকা — জয় সূচক পতাকা — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  জ্যোৎস্নারাত — জ্যোৎস্না শোভিত রাত — মধ্যপদলোপী কর্মধারয়
Ø  ডাকবাক্স — ডাক ফেলার বাক্স — মধ্যপদলোপী কর্মধারয়
v  উপমান কর্মধারয় সমাসঃ
Ø  কুসুমকোমল —- কুসুমের মতো কমল — উপমান কর্মধারয়
Ø  বজ্রকন্ঠ —- বজ্রের ন্যায় কন্ঠ — উপমান কর্মধারয়
Ø  শশব্যস্ত —- শশকের ন্যায় ব্যস্ত — উপমান কর্মধারয়
Ø  কচুকাটা —- কচুর মতো কাটা — উপমান কর্মধারয়
Ø  কাজলকালো —- কাজলের মতো কালো — উপমান কর্মধারয়
Ø  তুষারশীতল —- তুষারের ন্যায় শীতল — উপমান কর্মধারয়
Ø  পদ্ম আঁখি —- পদ্মের ন্যায় আঁখি — উপমান কর্মধারয়
Ø  বাহুলতা —- বাহু লতার ন্যায় — উপমান কর্মধারয়
Ø  চাঁদমুখ —- চাঁদের ন্যায় মুখ — উপমান কর্মধারয়
Ø  রক্তকোমল —- রক্তের ন্যায় কোমল — উপমান কর্মধারয়
v  উপমিত কর্মধারয় সমাসঃ
Ø  ফুলকুমারী —- কুমারী ফুলের ন্যায় — উপমিত কর্মধারয়
Ø  মনবিহঙ্গ —- মন বিহঙ্গের ন্যায় — উপমিত কর্মধারয়
Ø  বাহুলতা —- বাহু লতার ন্যায় — উপমিত কর্মধারয়
Ø  মুখচন্দ্র —- মুখ চন্দ্রের ন্যায় — উপমিত কর্মধারয়
Ø  করপল্লব —- কর পল্লবের ন্যায় —। উপমিত কর্মধারয়
Ø  চরণকমল —- চরণ কমলের ন্যায় — উপমিত কর্মধারয়
v  রূপক কর্মধারয় সমাসঃ
Ø  মোহনিদ্রা —- মোহ রূপ নিদ্রা — রূপক কর্মধারয়
Ø  মনমাঝি —- মন রূপ মাঝি — রূপক কর্মধারয়
Ø  যৌবনসূর্য —- যৌবন রূপ সূর্য — রূপক কর্মধারয়
Ø  অলসতন্দ্রা —- অলস রূপ তন্দ্রা — রূপক কর্মধারয়
Ø  জীবন নদী —- জীবন রূপ নদী — রূপক কর্মধারয়
Ø  বিষাদসিন্ধু —- বিষাদ রূপ সিন্ধু — রূপক কর্মধারয়
Ø  দিলদরিয়া —- দিল রূপ দরিয়া — রূপক কর্মধারয়
Ø  জীবন প্রদীপ —- জীবন রূপ প্রদীপ — রূপক কর্মধারয়
Ø  পরাণ পাখি —- পরাণ রূপ পাখি — রূপক কর্মধারয়
v  তৎপুরুষ সমাসঃ
v  দ্বিতীয়া তৎপুরুষ সমাসঃ
Ø  দুঃখপ্রাপ্ত —- দুঃখকে প্রাপ্ত — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  মাছধরা —- মাছকে ধরা — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  আমকুড়ানো —- আমকে কুড়ানো — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  চিরসুখী —- চিরকাল ব্যাপী সুখি — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  দেশভঙ্গ —- দেশকে ভঙ্গ — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  নবীনবরণ —- নবীনকে বরণ — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  বিস্ময়াপন্ন —- বিস্ময়কে আপন্ন — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  পৃষ্ঠপ্রদর্শন —- পৃষ্ঠকে প্রদর্শন — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  অতিথিসৎকার —- অতিথিকে সৎকার — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  প্রাণবোধ —- প্রানকে বোধ — দ্বিতীয়া তৎপুরুষ
Ø  রথচালন —- রথকে চালনী — দ্বিতীয়া তৎপুরুষ
v  তৃতীয়া তৎপুরুষ সমাসঃ
Ø  বাকবিতণ্ডা —- বাক দ্বারা বিতন্ডা — তৃতীয়া তৎপুরুষ
Ø  ছায়াশীতল —- ছায়া দ্বারা শীতল — তৃতীয়া তৎপুরুষ
Ø  মধুমাথা —- মধু দিয়ে মাখা — তৃতীয়া তৎপুরুষ
Ø  মেঘলুপ্ত —- মেঘ দ্বারা লুপ্ত — তৃতীয়া তৎপুরুষ
Ø  শ্রমলব্ধ —- শ্রম দ্বারা লব্ধ — তৃতীয়া তৎপুরুষ
Ø  জনাকীর্ণ —- জন দ্বারা আকীর্ণ — তৃতীয়া তৎপুরুষ
Ø  মনগড়া —- মন দ্বারা গড়া — তৃতীয়া তৎপুরুষ
Ø  ঢেঁকিছাটা —- ঢেকি দ্বারা ছাটা — তৃতীয়া তৎপুরুষ
Ø  জ্ঞানশূন্য —- জ্ঞান দ্বারা শূন্য — তৃতীয়া তৎপুরুষ
Ø  পদদলিত —- পদ দ্বারা দলিল — তৃতীয়া তৎপুরুষ
Ø  অঙ্গুলিসংকেত —- অঙ্গুলি দ্বারা সংকেত — তৃতীয়া তৎপুরুষ
Ø  ন্যায়সঙ্গত —- ন্যায় দ্বারা সঙ্গত — তৃতীয়া তৎপুরুষ
Ø  জলসেচন —- জল দ্বারা সেচন — তৃতীয়া তৎপুরুষ
Ø  তমসাচ্ছন্ন —- তমসা দ্বারা আচ্ছন্ন — তৃতীয়া তৎপুরুষ
Ø  যুক্তিসঙ্গত —- যুক্তি দ্বারা সঙ্গত — তৃতীয়া তৎপুরুষ
Ø  শোকার্ত —- শোক দ্বারা আর্ত — তৃতীয়া তৎপুরুষ
Ø  রাজদত্ত —- রাজা কর্তৃক দত্ত — তৃতীয়া তৎপুরুষ
v  চতুর্থী তৎপুরুষ সমাসঃ
Ø  বিয়েপাগল —- বিয়ের জন্য পাগল — চতুর্থী তৎপুরুষ
Ø  জয়মুকুট —- জয়ের নিমিত্তে মুকুট — চতুর্থী তৎপুরুষ
Ø  তপোবন —- তপের নিমিত্তে বন — চতুর্থী তৎপুরুষ
Ø  আয়কর —- আয়ের উপর কর — চতুর্থী তৎপুরুষ
Ø  হজ্জ্বযাত্রা —- হজ্জ্বের জন্য যাত্রা — চতুর্থী তৎপুরুষ
Ø  জীবনবীমা —- জীবনের জন্য বিমা — চতুর্থী তৎপুরুষ
Ø  ধর্মকার্য —- ধর্মের নিমিত্তে কার্য — চতুর্থী তৎপুরুষ
v  পঞ্চমী তৎপুরুষ সমাসঃ
Ø  পদচ্যুতি —- পদ থেকে চ্যুতি — পঞ্চমী তৎপুরুষ
Ø  জন্মান্ধ —- জন্ম থেকে অন্ধ — পঞ্চমী তৎপুরুষ
Ø  প্রাণ প্রিয় —- প্রাণের চেয়ে প্রিয় — পঞ্চমী তৎপুরুষ
Ø  দেশত্যাগ —- দেশ থেকে ত্যাগ — পঞ্চমী তৎপুরুষ
Ø  মুখভ্রাষ্ট —- মুখ থেকে ভ্রাষ্ট — পঞ্চমী তৎপুরুষ
Ø  যুদ্ধ বিরতি —- যুদ্ধ থেকে বিরতি — পঞ্চমী তৎপুরুষ
Ø  দেশপলাতক —- দেশ থেকে পলাতক — পঞ্চমী তৎপুরুষ
v  ষষ্ঠী তৎপুরুষ সমাসঃ
Ø  রাজপথ —- পথের রাজা — ষষ্ঠী তৎপুরুষ
Ø  পুষ্পসৌরভ —- পুষ্পের সৌরভ — ষষ্ঠী তৎপুরুষ
Ø  ঝরনাধারা —- ঝরনার ধারা — ষষ্ঠী তৎপুরুষ
Ø  কলঙ্করেখা —- কলঙ্কের রেখা — ষষ্ঠী তৎপুরুষ
Ø  রাজহংস —- হংসের রাজা — ষষ্ঠী তৎপুরুষ
Ø  গৃহকর্ত্রী —- গৃহের কর্ত্রী — ষষ্ঠী তৎপুরুষ
Ø  গল্পপ্রেমিক —- গল্পের প্রেমিক — ষষ্ঠী তৎপুরুষ
Ø  পাষাণ স্তুপ —- পাষানের স্তুপ — ষষ্ঠী তৎপুরুষ
Ø  বিধি লিপি —- বিধির লিপি — ষষ্ঠী তৎপুরুষ
Ø  বজ্রসম —- বজ্রের সম — ষষ্ঠী তৎপুরুষ
Ø  গণতন্ত্র —- গনের নিয়ন্ত্রিত তন্ত্র — ষষ্ঠী তৎপুরুষর
Ø  মৃগশিশু —- মৃগীর শিশু — ষষ্ঠী তৎপুরুষ
Ø  প্রাণভয় —- প্রানের ভয় — ষষ্ঠী তৎপুরুষ
Ø  চাবাগান —- চায়ের বাগান — ষষ্ঠী তৎপুরুষ
Ø  বনমধ্যে —- বনের মধ্যে — ষষ্ঠী তৎপুরুষ
Ø  রাজনীতি —- রাজার নীতি — ষষ্ঠী তৎপুরুষ
Ø  খেয়াঘাট —- খেয়ার ঘাট — ষষ্ঠী তৎপুরুষ
Ø  মামাবাড়ি —- মামার বাড়ি — ষষ্ঠী তৎপুরুষ
v  সপ্তমী তৎপুরুষ সমাসঃ
Ø  অকাল বার্ধক্য —- অকালে বার্ধক্য — সপ্তমী তৎপুরুষ
Ø  বনভোজন —- বনে ভোজন — সপ্তমী তৎপুরুষ
Ø  সলিল সমাধি —- সলিলে সমাধি — সপ্তমী তৎপুরুষ
Ø  গাছ পাকা —- গাছে পাকা — সপ্তমী তৎপুরুষ
Ø  রথারোহণ —- রথে আরোহন —সপ্তমী তৎপুরুষ
v  নঞ তৎপুরুষ সমাসঃ
Ø  অনেক —- ন- এক — নঞ তৎপুরুষ
Ø  অনাচার —- নেই আচার — নঞ তৎপুরুষ
Ø  অক্ষত —- নয় ক্ষত — নঞ তৎপুরুষ
Ø  অনতিবৃহৎ —- নয় অতি বৃহৎ — নঞ তৎপুরুষ
Ø  অবিশ্বাস্য — নয় বিশ্বাস্য — নঞতৎপুরুষ
Ø  অকাতর —- ন কাতর — নঞ তৎপুরুষ
Ø  অনৈক্য —- ন ঐক্য — নঞ তৎপুরুষ
Ø  অনাসক্ত —- নয় আসক্ত — নঞ তৎপুরুষ
Ø  অনাশ্রিত —- নয় আশ্রিত — নঞ তৎপুরুষ
Ø  নামঞ্জুর —- নয় মঞ্জুর — নঞ তৎপুরুষ
Ø  অস্থির —- নয় স্থির — নঞ তৎপুরুষ
v  উপপদ তৎপুরুষ সমাসঃ
Ø  মধুকর —- মধু করে যে — উপপদ তৎপুরুষ
Ø  গৃহস্থ —- গৃহে থাকে যে —উপপদ তৎপুরুষ
Ø  বাজিকর —- বাজি করে যে — উপপদ তৎপুরুষ
Ø  ইন্দ্রজিৎ —- ইন্দ্রকে জয় করেছে যে —উপপদ তৎপুরুষ
Ø  পকেটমার —- পকেট মারে যে —উপপদ তৎপুরুষ
Ø  তিমিরবিদারী —- তিমির বিদীর্ণ করে যে —উপপদ তৎপুরুষ
Ø  পঙ্কজ —- পঙ্কে জন্মে যা —উপপদ তৎপুরুষ
Ø  প্রিয়ংবদা —- প্রিয় কথা বলে যে নারী —উপপদ তৎপুরুষ
Ø  ক্ষীণজীবী —- ক্ষীণভাবে বাঁচে যে —উপপদ তৎপুরুষ
Ø  মৃত্যুঞ্জয় —- মৃত্যুকে জয় করেছে যে —উপপদ তৎপুরুষ
Ø  বস্তুহারা —- বস্তু হারিয়েছে যে —উপপদ তৎপুরুষ
Ø  মনোহারিণী —- মন হরণ করে যে নারী — উপপদ তৎপুরুষ।
Ø  জাদুকর —- জাদু করে যে — উপপদ তৎপুরুষ
Ø  সত্যবাদী —- সত্য কথা বলে যে — উপপদ তৎপুরুষ
v  নিত্য সমাসঃ
Ø  দেশান্তর —- অন্য দেশ —- নিত্য সমাস
Ø  বাক্যান্তর —- অন্য বাক্য — নিত্য সমাস
Ø  রূপান্তর —- অন্য রূপ — নিত্য সমাস
Ø  গৃহান্তর —- অন্য গৃহ — নিত্য সমাস
Ø  গ্রামান্তর —- অন্য গ্রাম —নিত্য সমাস
Ø  কালান্তর —- অন্যকাল —নিত্য সমাস
Ø  আমরা —- আমি,তুমি ও সে — নিত্য সমাস
Ø  দ্বীপান্তর —- অন্য দ্বীপ — নিত্য সমাস
Ø  তন্মাত্র —- কেবল মাত্র/তা — নিত্য সমাস
Ø  অন্যন্তর —- অন্য জায়গায় — নিত্য সমাস
Ø  মাথাপিছু —- প্রতি মাথা —নিত্য সমাস
Ø  হস্তান্তর —- অন্য হস্ত — নিত্য সমাস
v  বহুব্রীহি সমাসঃ
Ø  মহাত্মা —- মহৎ আত্মা যার — বহুব্রীহি
Ø  পাঁচগজ —- পাঁচ গজ পরিমাণ যার — বহুব্রীহি
Ø  মন্দভাগ্য —- মন্দ ভাগ্য যার — বহুব্রীহি
Ø  একরোখা —- এক দিকে রোখ যার — বহুব্রীহি
Ø  সুশীল —- সু-শীল যার — বহুব্রীহি
Ø  প্রাণচঞ্চল —- চঞ্চল যে প্রাণ — বহুব্রীহি
Ø  সতীর্থ —- সমান তীর্থ যাদের — বহুব্রীহি
Ø  কমবখত —- কম বখত যার — বহুব্রীহি
Ø  দশানন —- দশ আনন যার — বহুব্রীহি
Ø  উণানভ —- ঊণা নাভিতে যার — বহুব্রীহি
Ø  সদর্প —- দর্পের সহিত বর্তমান — বহুব্রীহি
Ø  অল্পপ্রাণ —- অল্প প্রান যার — বহুব্রীহি
Ø  বীণাপাণি —- বীণা পানিতে যার — বহুব্রীহি
Ø  বিমনা —- বিচলিত মন যার — বহুব্রীহি
Ø  সহোদর —- সমান উদর যার — বহুব্রীহি
Ø  দোভাষী —- দুই ভাষা জ্ঞান যার — বহুব্রীহি
Ø  নদীমাতৃক —- নদী মাতা যার — বহুব্রীহি
Ø  চন্দ্রচূড় —- চন্দ্র চূড়ায় যার — বহুব্রীহি
Ø  তিমিরকুন্তলা —- তিমিরের ন্যায় কুন্তল যার — বহুব্রীহি
Ø  সুহৃদয় —- সুন্দর হৃদয় যার — বহুব্রীহি
Ø  চতুর্দশপদী —- চতুর্দশ পদ যার — বহুব্রীহি
Ø  বিপত্নীক —- বিগত পত্নী যার — বহুব্রীহি
v  নঞ বহুব্রীহি সমাসঃ
Ø  অনাশ্রিত —- নেই আশ্রয় যার — নঞ বহুব্রীহি
Ø  অনিবার্য —- নিবারন করা যায় না যা — নঞ বহুব্রীহি
Ø  নিরর্থক —- নেই অর্থ যাতে — নঞ বহুব্রীহি
Ø  বেহিসাবি —- নেই হিসাব যার — নঞ বহুব্রীহি
Ø  বিশ্রী —- শ্রী নেই যার — নঞ বহুব্রীহি
Ø  বেতার —- নেই তার যার — নঞ বহুব্রীহি
Ø  বেওয়ারিশ —- নেই ওয়ারিশ যার — নঞ বহুব্রীহি
Ø  অনসূয়া —- নেই অসূয়া যার — নঞ বহুব্রীহি
Ø  বেহায়া —- নেই হায়া যার — নঞ বহুব্রীহি
v  ব্যতিহার বহুব্রীহি সমাসঃ
Ø  হাসাহাসি —- হাসতে হাসতে যে ক্রিয়া — ব্যতিহার বহুব্রীহি
Ø  হাতাহাতি —- হাতে হাতে যে দ্বন্দ্ব — ব্যতিহার বহুব্রীহি
Ø  কানাকানি —- কানে কানে যে কথা — ব্যতিহার বহুব্রীহি
Ø  কোলাকুলি —- কোলে কোলে যে মিলন — ব্যতিহার বহুব্রীহি
Ø  গলাগলি —- গলায় গলায় যে মিল — ব্যতিহার বহুব্রীহি
Ø  রক্তারক্তি —- রক্তে রক্তে যে যুদ্ধ — ব্যতিহার বহুব্রীহি
v  দ্বিগু সমাসঃ
Ø  শতাব্দী —- শত অব্দের সমাহার —দ্বিগু সমাস
Ø  তেপান্তর —- তে প্রান্তর সমাহার — দ্বিগু সমাস
Ø  সপ্তর্ষি —- সপ্ত ঋষির সমাহার — দ্বিগু সমাস
Ø  সেতার —- সে তারের সমাহার — দ্বিগু সমাস
Ø  চতুর্ভুজ —- চতুঃ ভূজের সমাহার — দ্বিগু সমাস
Ø  সপ্তাহ —- সপ্ত অহের সমাহার — দ্বিগু সমাস
Ø  পশুরী —- পাঁচ সেরের সমাহার — দ্বিগু সমাস
Ø  ত্রিলোক —- ত্রি লোকের সমাহার — দ্বিগু সমাস
Ø  পঞ্চবটী —- পঞ্চ বটের সমাহার — দ্বিগু সমাস
Ø  ত্রিফলা —- ত্রি ফলার সমাহার — দ্বিগু সমাস
Ø  চৌরাস্তা —- চৌ রাস্তার সমাহার — দ্বিগু সমাস
Ø  ষড়ভুজ —- ষড় ভুজের সমাহার — দ্বিগু সমাস
v  অব্যয়ীভাব সমাসঃ
Ø  হাভাত —- ভাতের অভাব —অব্যয়ীভাব সমাস
Ø  উচ্ছাস —- শ্বাসকে অতিক্রান্ত —অব্যয়ীভাব সমাস
Ø  যথাসাধ্য —- সাধ্যকে অতিক্রম না করা —অব্যয়ীভাব সমাস
Ø  আকর্ণ —- কর্ণ পর্যন্ত —অব্যয়ীভাব সমাস
Ø  যথারীতি —- রীতিকে অতিক্রম না করা —অব্যয়ীভাব সমাস
Ø  উপজেলা —- জেলার ক্ষুদ্র —অব্যয়ীভাব সমাস
Ø  আলুনি —- নুনের অভাব — অব্যয়ীভাব সমাস
Ø  আমূল —- মূল পর্যন্ত — অব্যয়ীভাব সমাস
Ø  উদ্বেল —- বেলাকে অতিক্রান্ত — অব্যয়ীভাব সমাস
Ø  আপাদমস্তক —- পা হতে মাথা পর্যন্ত —অব্যয়ীভাব সমাস
Ø  দুর্ভিক্ষ —- ভিক্ষার অভাব —অব্যয়ীভাব সমাস
Ø  অতিমাত্র —- মাত্রাকে অতিক্রম —অব্যয়ীভাব সমাস
Ø  হরতাল —- তালের অভাব —অব্যয়ীভাব সমাস
Ø  যথাবিধি —- বিধিকে অতিক্রম না করা —অব্যয়ীভাব সমাস
Ø  অনুগমন —- গমনের পশ্চাৎ —অব্যয়ীভাব সমাস
Ø  প্রতিদান —- দানের বিপরীত —অব্যয়ীভাব সমাস
Ø  উপকন্ঠ —- কন্ঠের সমীপে —অব্যয়ীভাব সমাস
Ø  প্রতিচ্ছবি —- সদৃশ সদৃশ —অব্যয়ীভাব সমাস
Ø  প্রতিক্ষণ —- ক্ষণ ক্ষণ —অব্যয়ীভাব সমাস
Ø  বেওয়ারিশ —- ওয়ারিশের অভাব —অব্যয়ীভাব সমাস
Ø  গরমিল —- মিলের অভাব —অব্যয়ীভাব সমাস প্রতিক্ষণ —- ক্ষণ ক্ষণ —অব্যয়ীভাব সমাস
Ø  বেওয়ারিশ —- ওয়ারিশের অভাব —অব্যয়ীভাব সমাস
Ø  গরমিল —- মিলের অভাব —অব্যয়ীভাব সমাস প্রতিক্ষণ —- ক্ষণ ক্ষণ —অব্যয়ীভাব সমাস
Ø  বেওয়ারিশ —- ওয়ারিশের অভাব —অব্যয়ীভাব সমাস
Ø  গরমিল —- মিলের অভাব —অব্যয়ীভাব সমাস।
 
 ডাউনলোড করতে এখানে কিক্ল করুন

Download From Google Drive  

Download From Yadex

Download

প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!