ভূগোল থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
পিডিএফ ডাউনলোড
Ø ‘Geography‘ শব্দরে অর্থ ভূগোল।প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটথেনিস প্রথম এই শব্দ ব্যবহার করেন।
Ø পৃথিবীর কেন্দ্রে থাকে সূর্য।সূর্য একটি নক্ষত্র।
Ø যে সব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলা হয়।এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।৬০০০০ সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে এসব নক্ষত্র।
Ø আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে।
Ø সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
Ø সূর্যের নিকটতম গ্রহ হলো প্রক্সিমা সেনটোরাই। পৃথিবী হতে এর দূরত্ব প্রায় ৪.২ আলোক বর্ষ।
Ø মহাকাশে একশত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে।সর্পিলাকার গ্যালাক্সি বৃহৎ আকৃতির আর উপবৃত্তাকার গ্যালাক্সি বেশি উজ্জ্বল হয়।
Ø কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে। একটি ছায়াপথে লক্ষ কোটি নক্ষত্র থাকে। সৌরজগৎ একটি ছায়াপথের অন্তর্গত।
Ø রাতের আকাশে নক্ষত্রের ছুটে যাওয়া বা খসে পড়াকে নক্ষত্র পতন বা তারা খসা বলে।এরা প্রকৃতপক্ষে উল্কা। সেকেন্ডে প্রায় ৩ কিঃমিঃ ছুটে।
Ø মহাকাশে মাঝে মাঝে একরকমের জ্যোতিষ্কের আর্বিভাব হয় যার মাথা ও লেজ আছে তাকে ধূমকেতু বলে।
Ø জ্যোর্তিবিজ্ঞানী এডমন্ড হ্যালি খ্রিষ্টপূর্ব ২৪০ বছর হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন। এটি ৭৬ বছর পরপর দেখা যায়। সর্বশেষ ১৯৮৬ সালে দেখা যায় এটি। আবার ২০৬২ সালে দেখা যাবে এটি।
Ø সৌরজগতের গ্রহ ৮ টি।
Ø কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় এদের উপগ্রহ বলে।
Ø সৌরজগৎ সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগনিত উল্কা নিয়ে গঠিত।
Ø সূর্য হলো হলুদ বর্ণে মাঝারি নক্ষত্র। ব্যাস প্রায় ১.৯৯×১০১৩ কিলোগ্রাম।
Ø বুধ সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ।সূর্য থেকে ৫.৮ কোটি কিঃমিঃ দুরে, ব্যাস ৪,৮৫০ কিঃমিঃ। সূর্যকে প্রদক্ষিণ করে ৮৮ দিনে। গর্ত, পাহাড়-পর্বত আছে।উপগ্রহ নেই।
Ø ভোরের আকাশে শুকতারা ও সন্ধার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখাযায়।ঘন মেঘে ঢাকা থাকে। সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ।সূর্য হতে দূরত্ব ১০.৮ কোটি কিঃমিঃ। ব্যাস ১২,১০৪ কিঃমিঃ। সূর্যকে আবর্তনে সময় নেয় ২২৫ দিন।বছরে মাত্র ২ বার সূর্য দেখা যায়।শুক্র পূর্ব হতে পশ্চিমে পাক খায়। এসিড বৃষ্টি হয়।
Ø সূর্য হতে পৃথিবী ১৫ কোটি কিঃমিঃ দূরে। ব্যাস প্রায় ১২,৬৬৭ কিঃমিঃ। সূর্যকে প্রদক্ষিন করে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে। চাঁদ একমাত্র উপগ্রহ।
Ø মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ।খালি চোখে লালচে দেখায়।সূর্য হতে ২২.৮ কোটি কিঃমিঃ দূরে।ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার। সূর্যকে কেন্দ্রকরে ৬৭৮ দিনে প্রদক্ষিন করে। গিরিখাত ও আগ্নেয়গিরি আছে। দুইটি উপগ্রহ ফোবস ও ডিমোস।
Ø বৃহস্পতি হলো গ্রহরাজ। ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার।পৃথিবী হতে ১,৩০০ গুন বড়।সূর্য থেকে ৭৭.৮ কোটি কিঃমিঃ দূরে।অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় ৩০০০০০ সেলসিয়াস।সূর্যকে ৪,৩৩১ দিনে বা ১২ বছরে প্রদক্ষিন করে।
Ø শনি ২য় বৃহত্তম গ্রহ।সূর্য হতে ১৪৩ কোটি কিঃমিঃ। ব্যাস ১,২০,০০০ কিলোমিটার। ভূত্বক বরফে ঢাকা।সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ২৯.৫ বছর লাগে।
Ø ইউরেনাস ৩য় বৃহত্তম গ্রহ।সূর্য হতে ২৮৭ কোটি কিঃমিঃ দূরে।সূর্যকে ৮৪ বছরে একবার প্রদক্ষিন করে।ব্যাস ৪৯,০০০ কিঃমিঃ। সবুজ গ্রহ বলা হয়।
Ø সূর্য হতে ৪৫০ কোটি কিঃমিঃ দূরে। ব্যাস ৪৮৪০০ কিঃমিঃ।
Ø পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর – দক্ষিনে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে।
Ø দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব- পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। একে নিরক্ষবৃত্তও বলে।