Monday, June 24, 2024
HomePDF ডাউনলোডভূগোল থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোড

ভূগোল থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোড

ভূগোল থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

পিডিএফ ডাউনলোড

 
 
Ø  ‘Geography‘ শব্দরে অর্থ ভূগোল।প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটথেনিস প্রথম এই শব্দ ব্যবহার করেন।
Ø  পৃথিবীর কেন্দ্রে থাকে সূর্য।সূর্য একটি নক্ষত্র।
Ø  যে সব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলা হয়।এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।৬০০০০ সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে এসব নক্ষত্র।
Ø  আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে।
Ø  সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
Ø  সূর্যের নিকটতম গ্রহ হলো প্রক্সিমা সেনটোরাই। পৃথিবী হতে এর দূরত্ব প্রায় ৪.২ আলোক বর্ষ।
Ø  মহাকাশে একশত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে।সর্পিলাকার গ্যালাক্সি বৃহৎ আকৃতির আর উপবৃত্তাকার গ্যালাক্সি বেশি উজ্জ্বল হয়।
Ø  কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে। একটি ছায়াপথে লক্ষ কোটি নক্ষত্র থাকে। সৌরজগৎ একটি ছায়াপথের অন্তর্গত।
Ø  রাতের আকাশে নক্ষত্রের ছুটে যাওয়া বা খসে পড়াকে নক্ষত্র পতন বা তারা খসা বলে।এরা প্রকৃতপক্ষে উল্কা। সেকেন্ডে প্রায় ৩ কিঃমিঃ ছুটে।
Ø  মহাকাশে মাঝে মাঝে একরকমের জ্যোতিষ্কের আর্বিভাব হয় যার মাথা ও লেজ আছে তাকে ধূমকেতু বলে।
Ø  জ্যোর্তিবিজ্ঞানী এডমন্ড হ্যালি খ্রিষ্টপূর্ব ২৪০ বছর হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন। এটি ৭৬ বছর পরপর দেখা যায়। সর্বশেষ ১৯৮৬ সালে দেখা যায় এটি। আবার ২০৬২ সালে দেখা যাবে এটি।
Ø  সৌরজগতের গ্রহ ৮ টি।
Ø  কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় এদের উপগ্রহ বলে।
Ø  সৌরজগৎ সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগনিত উল্কা নিয়ে গঠিত।
Ø  সূর্য হলো হলুদ বর্ণে মাঝারি নক্ষত্র। ব্যাস প্রায় ১.৯৯×১০১৩ কিলোগ্রাম।
Ø  বুধ সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ।সূর্য থেকে ৫.৮ কোটি কিঃমিঃ দুরে, ব্যাস ৪,৮৫০ কিঃমিঃ। সূর্যকে প্রদক্ষিণ করে ৮৮ দিনে। গর্ত, পাহাড়-পর্বত আছে।উপগ্রহ নেই।
Ø  ভোরের আকাশে শুকতারা ও সন্ধার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখাযায়।ঘন মেঘে ঢাকা থাকে। সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ।সূর্য হতে দূরত্ব ১০.৮ কোটি কিঃমিঃ। ব্যাস ১২,১০৪ কিঃমিঃ। সূর্যকে আবর্তনে সময় নেয় ২২৫ দিন।বছরে মাত্র ২ বার সূর্য দেখা যায়।শুক্র পূর্ব হতে পশ্চিমে পাক খায়। এসিড বৃষ্টি হয়।
Ø  সূর্য হতে পৃথিবী ১৫ কোটি কিঃমিঃ দূরে। ব্যাস প্রায় ১২,৬৬৭ কিঃমিঃ। সূর্যকে প্রদক্ষিন করে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে। চাঁদ একমাত্র উপগ্রহ।
Ø  মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ।খালি চোখে লালচে দেখায়।সূর্য হতে ২২.৮ কোটি কিঃমিঃ দূরে।ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার। সূর্যকে কেন্দ্রকরে ৬৭৮ দিনে প্রদক্ষিন করে। গিরিখাত ও আগ্নেয়গিরি আছে। দুইটি উপগ্রহ ফোবস ও ডিমোস।
Ø  বৃহস্পতি হলো গ্রহরাজ। ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার।পৃথিবী হতে ১,৩০০ গুন বড়।সূর্য থেকে ৭৭.৮ কোটি কিঃমিঃ দূরে।অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় ৩০০০০০ সেলসিয়াস।সূর্যকে ৪,৩৩১ দিনে বা ১২ বছরে প্রদক্ষিন করে।
Ø  শনি ২য় বৃহত্তম গ্রহ।সূর্য হতে ১৪৩ কোটি কিঃমিঃ। ব্যাস ১,২০,০০০ কিলোমিটার। ভূত্বক বরফে ঢাকা।সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ২৯.৫ বছর লাগে।
Ø  ইউরেনাস ৩য় বৃহত্তম গ্রহ।সূর্য হতে ২৮৭ কোটি কিঃমিঃ দূরে।সূর্যকে ৮৪ বছরে একবার প্রদক্ষিন করে।ব্যাস ৪৯,০০০ কিঃমিঃ। সবুজ গ্রহ বলা হয়।
Ø  সূর্য হতে ৪৫০ কোটি কিঃমিঃ দূরে। ব্যাস ৪৮৪০০ কিঃমিঃ।
Ø  পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর – দক্ষিনে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে।
Ø  দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব- পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। একে নিরক্ষবৃত্তও বলে।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!