Thursday, September 12, 2024
Homeসাধারণ জ্ঞানবিশ্বের আলোচিত চুক্তিসমূহ সাধারণ জ্ঞান পিডিএফ ডাউনলোড

বিশ্বের আলোচিত চুক্তিসমূহ সাধারণ জ্ঞান পিডিএফ ডাউনলোড

বিশ্বের আলোচিত চুক্তিসমূহ সাধারণ জ্ঞান

পিডিএফ ডাউনলোড

 
 
বিশ্বের আলোচিত চুক্তিসমূহঃ
v  ক্যাম্প ডেভিড চুক্তিঃ
Ø  ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।
Ø  ক্যাম্প ডেভিড ‍চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? – মিশর ও ইসরাইল।
Ø  ক্যাম্প ডেভিড চুক্তির উদ্দেশ্য কী ছিল? – মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
Ø  ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে? – সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
Ø  ক্যাম্প ডেভিড’ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে।
Ø  ক্যাম্প ডেভিড’ কোথায় অবস্থিত? – যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে।
Ø  ক্যাম্প ডেভিড’ কী? – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র।
Ø  ক্যাম্প ডেভিড’ চুক্তির ফলাফল কী? – সাময়িকভাবে মিশরকে আরবলীগ ও ওআইসি থেকে বহিস্কার করা হয়।
v  প্রথম ভার্সাই চুক্তিঃ
Ø  প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৭৮০ সালে।
Ø  প্রথম ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? – ব্রিটেন ও আমেরিকার মধ্যে স্বাধীনতা রক্ষা করা।
Ø  প্রথম ভার্সাই চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? – ব্রিটেন ও আমেরিকা।
Ø  প্রথম ভার্সাই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – ফ্রান্সের ভার্সাই নগরীতে।
Ø  প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কী? – আমেরিকার স্বাধীনতা অর্জন।
v  দ্বিতীয় ভার্সাই চুক্তিঃ
Ø  দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ২৮ জুন ১৯১৯ সালে।
Ø  দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? – জার্মানিকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা।
Ø  দ্বিতীয় ভার্সাই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – ফ্রান্সের ভার্সাই নগরীতে।
Ø  দ্বিতীয় ভার্সাই চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? – প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে।
Ø  দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কী? – জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।
v  প্যারিস শান্তি চুক্তিঃ
Ø  প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৯৭৩ সালে।
Ø  প্যারিস শান্তি চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? – ভিয়েতনাম ও আমেরিকা।
Ø  প্যারিস শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – ফ্রান্সের রাজধানী প্যারিসে।
Ø  প্যারিস শান্তি চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? – ভিয়েতনাম ও আমেরিকার মধ্যে দ্বন্দ্বের অবসান।
Ø  প্যারিস চুক্তির ফলাফল কী? – ভিয়েতনাম যুদ্ধের অবসান।
v  মানবাধিকার চুক্তিঃ
Ø  মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল।
Ø  মানবাধিকার চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – জাতিসংঘের সদর দফতরে।
Ø  মানবাধিকার চুক্তিতে কোন সংস্থা স্বাক্ষর করে? – জাতিসংঘ।
Ø  মানবাধিকার চুক্তির লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? – মানবজাতির প্রত্যেক মানুষের সহজাত মর্যাদা ও সমতা ও সমান অধিকার রক্ষা করার জন্য।
Ø  মানবাধিকার চুক্তি জাতিসংঘের কোন পরিষদে গৃহীত হয়? – সাধারণ পরিষদে।
Ø  মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে? – নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।
v  সিমলা চুক্তিঃ
Ø  সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ৩ জুলাই, ১৯৭২ সালে।
Ø  সিমলা চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? – ভারত ও পাকিস্তান।
Ø  সিমলা ‍চুক্তিতে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন? – জুলফিকার আলী ভুট্টো।
Ø  সিমলা ‍চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে।
Ø  সিমলা চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? – শ্রীমতি ইন্দিরা গান্ধী।
Ø  সিমলা চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? – ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন।
v  অস্ত্র হ্রাস চুক্তিঃ
Ø  অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৯৮০ সালে।
Ø  অস্ত্র হ্রাস চুক্তির উদ্দেশ্য কী? – পারমাণবিক অস্ত্রের ব্যবহার রোধ সীমিতকরণ।
Ø  অস্ত্র হ্রাস চুক্তি কবে থেকে স্বাক্ষরিত হয়? – ৫ মার্চ, ১৯৭০ সালে।
Ø  কতটি পক্ষের মধ্যে অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়? – ১৩৮ জাতি।
vজীবাণু ঘটিত অস্ত্র চুক্তিঃ
Ø  জীবাণু ঘটিত অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১০ এপ্রিল, ১৯৭২ সালে।
Ø  জীবাণু ঘটিত অস্ত্র চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? – যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যান্য দেশ।
Ø  জীবাণু ঘটিত অস্ত্র চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী? – ব্যাকটেরিয়া এবং টক্সিন ঘটিত অস্ত্রের ব্যবহার নিষিদ্ধকরণ।
v  Neuclear Nonproliberation Treaty চুক্তিঃ
NPT কী? – এন.পি.টি চুক্তির অর্থ হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (Neuclear Nonproliberation Treaty)
NPT চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৯৬৮ সালে। (১৭০টি দেশ স্বাক্ষর করে)
NPT কার্যকর হয় কবে? – ১৯৭০ সালে।
NPT চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? – পারমাণবিক অস্ত্রের সীমিতকরণ।
NPT চুক্তি হতে নাম প্রত্যাহার করে কোন দেশ? – উত্তর কোরিয়া (১০ জানুয়ারি ২০০৩)।
v  CTBT চুক্তিঃ
CTBT-এর পূর্ণরূপ কী? – Comprehensive Test Ban Treaty বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি।
CTBT চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ২৪ সেপ্টেম্বর ১৯৯৬ সালে।
অস্ট্রেলিয়া কবে CTBT চুক্তি উত্থাপন করে? – ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে।
CTBT চুক্তির বিপক্ষে ভোট দেয় কোন কোন দেশ? – ভারত, লিবিয়া ও ভুটান।
CTBT চুক্তির উদ্দেশ্য কী? – নতুন করে আর কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং আগেরগুলো ধ্বংস করে সীমিত করা।
CTBT চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদের ৫১তম অধিবেশন উত্থাপন করে কোন দেশ? – অস্ট্রেলিয়া।
এ পর্যন্ত কতটি দেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করে? – ১৮১টি দেশ। (অনুমোদনকারী মোট দেশ – ৩২টি।)
CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি কোন কোন দেশ? – ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, ইসরাইল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করে কবে? – ২৪ অক্টোবর ১৯৯৬ সালে।
বাংলাদেশ CTBT চুক্তিতে স্বাক্ষরকারী কততম দেশ? – ১২৯ দেশ। (অনুমোদন করে – ৭ মার্চ ২০০০ সালে। অনুমোদনকারী – ২৮তম দেশ)
CTBT চুক্তির স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি? – ইতালি (৩০ মার্চ ২০০৬)। (অনুমোদনকারী সর্বশেষ দেশ – ভিয়েতনাম।)
CTBT চুক্তি কার্যকর করতে হলে কতটি দেশের অনুমোদন প্রয়োজন? – ৪৪টি দেশের।
v  পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি
পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৫ মার্চ, ১৯৯৬ সালে।
পরমাণু অস্ত্র বিলোপ চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী? – দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পরমাণু অস্ত্র মুক্ত রাখা।
কোন কোন দেশ পরমাণু অস্ত্র বিলোপ চুক্তিতে স্বাক্ষর করে? – ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
v  ABM চুক্তি
ABM Treaty এর পূর্ণরূপ কী? – Anti-Ballistic Missile Treaty.
ABM চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? – সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
ABM চুক্তি মার্কিন সিনেটে অনুমোদিত হয় কবে? – ৩ আগস্ট ১৯৭২ সালে।
ABM চুক্তি কার্যকর হয় কবে? – ৩ অক্টোবর ১৯৭২ সালে।
যুক্তরাষ্ট্র কবে একতরফাভাবে এ চুক্তি থেকে নিজকে প্রত্যাহার করে? – ১৩ জুন ২০০২ সালে।
নিউ স্টার্ট চুক্তি ২০১০
স্টার্ট (START) কী? – পরমাণু অস্ত্র কমাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি।
নিউ স্টার্ট (New START) কবে স্বাক্ষরিত হয়? – ৮ এপ্রিল ২০১০।
v  পারমাণবিক সমঝোতা চুক্তিঃ
ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? – ৩ এপ্রিল ২০১৫।
পারমাণবিক সমঝোতা চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী? – ইরানের পারমাণবিক বোমা তৈরির আশঙ্কা কমানো এবং ইরানের উপরে আরোপিত নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে কমে তুলে নেয়া।
কোন কোন দেশ ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে? – ইরান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, জার্মানি, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
দ্বি-পাক্ষিক চুক্তিঃ
চুক্তির নাম ও স্বাক্ষরের স্থান
ইংরেজি নাম 
স্বাক্ষরকাল
পক্ষসমূহ
হুদায়বিয়ার সন্ধি (হুদায়বিয়া, মক্কা)
Treaty of Hudaibiya
৬২৮ খ্রিস্টাব্দ (হিজরী ৬)
মুসলমান ও কাফির
ম্যাগনাকার্টা (রানীমেড, সারে, ইংল্যান্ড)
Great Charter (Magna Carta)
১৫ জুন ১২১৫
রাজা জন ও ইংল্যান্ডের জনগণ
তাসখন্দ চুক্তি (তাসখন্দ, উজবেকিস্তান)
Tashkent Treaty
১০ জানুয়ারি ১৯৬৬
ভারত-পাকিস্তান
সল্ট-I (মস্কো, রাশিয়া)
Strategic Arms Limitation Talks-I (SALT-I)
২৬ মে ১৯৭২
যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন
সিমলা চুক্তি (সিমলা, হিমাচল, ভারত)
Simla Treaty
২ জুলাই ১৯৭২
ভারত ও পাকিস্তান
সল্ট-II (ভিয়েনা, অস্ট্রিয়া)
Strategic Arms Limitation Talks-II (SALT-II)
১৮ জুন ১৯৭৯
যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন
প্যারিস শান্তি চুক্তি (প্যারিস, ফ্রান্স)
Paris Peace Accords
১৭ জানুয়ারি ১৯৭৩
ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র
ক্যাম্পডেভিড চুক্তি (ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র)
Camp David Accords
১৭ সেপ্টেম্বর ১৯৭৮
মিশর ও ইসরাইল
স্টার্ট-I
Strategic Arms Reduction Treaty-I (START-I)
৩১ জুলাই ১৯৯১
যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন
স্টার্ট-II(মস্কো, রাশিয়া)
Strategic Arms Reduction Treaty-II (START-II)
৩ জানুয়ারি ১৯৯৩
যুক্তরাষ্ট্র-রাশিয়া
অসলো চুক্তি (ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র)
Oslo Accords
১৩ সেপ্টেম্বর ১৯৯৩
ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থা
পিএলও-ইসরাইল স্বায়ত্তশাসন চুক্তি (কায়রো, মিশর)
৪ মে ১৯৯৪
ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থা
জর্ডান-ইসরাইল শান্তিচুক্তি
Isrel-Jordan Peace Treaty
২৬ অক্টোবর ১৯৯৪
জর্ডান ও ইসরাইল
ডেটন চুক্তি (প্যারিস, ফ্রান্স)
Dayton Agreement
৯ নভেম্বর ১৯৯৭
সার্বিয়া ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
v  সনদঃ
নাম
গ্রহণকাল
উদ্দেশ্য/বিষয়বস্তু
মদীনা সনদ
৬২২ খ্রি. (হিজরী ১)
সকল সম্প্রদায়ের লোকদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ মদীনা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা (পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান)।
আটলান্টিক সনদ
১৪ আগস্ট ১৯৪১
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা।
জাতিসংঘ সনদ
২৬ জুন ১৯৪৫
জাতিসংঘ প্রতিষ্ঠা।
মানবাধিকার সনদ (জাতিসংঘ)
১০ ডিসেম্বর ১৯৪৮
মানব জাতির প্রত্যেকটি মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমান অধিকারের স্বীকৃতি।
আসিয়ান সনদ
১৫ ডিসেম্বর ২০০৮
ইউরোপীয় ইউনিয়নের আদলে একক কমিউনিটি গঠন।
অসলো সনদ
৩ ডিসেম্বর ২০০৮
বিশ্বব্যাপী গুচ্ছ (ক্লাস্টার) বোমা ব্যবহার নিষিদ্ধকরণ।
vবহু পাক্ষিক চুক্তিঃ
চুক্তির নাম ও স্থান
স্বাক্ষর
উদ্দেশ্য / বিষয়বস্তু
২য় ভার্সাই চুক্তি (ফ্রান্স)
২৮ জুন ১৯১৯
প্রথম বিশ্বযুদ্ধের অবসান।
ব্রেটন উডস চুক্তি (যুক্তরাষ্ট্র)
জুলাই ১৯৪৪
IBRD IMF গঠন।
প্যারিস শান্তি চুক্তি
১০ ফেব্রুয়ারি ১৯৪৭
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি।
উত্তর আটলান্টিক চুক্তি
৪ এপ্রিল ১৯৪৯
ন্যাটো প্রতিষ্ঠা।
লন্ডন চুক্তি
৫ মে ১৯৪৯
কাউন্সিল অব ইউরোপ প্রতিষ্ঠা।
জেনেভা কনভেনশন (চতুর্থ) (সুইজারল্যান্ড)
১২ আগস্ট ১৯৪৯
যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধির ওপর ৪টি আন্তর্জাতিক চুক্তি।
রোম চুক্তি
২৫ মার্চ ১৯৫৭
ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (EEC) প্রতিষ্ঠা।
মন্ট্রিল প্রটোকল
১৬ সেপ্টেম্বর ১৯৮৯
শেনজেন চুক্তি (লুক্সেমবার্গ)
১৪ জুন ১৯৮৫
২৮টি দেশের মধ্যে ভিসামুক্ত চলাচল।
ম্যাসট্রিচট চুক্তি (নেদারল্যান্ড)
৭ ফেব্রুয়ারি ১৯৯২
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা।
সাপটা চুক্তি (বাংলাদেশ)
১১ এপ্রিল ১৯৯৩
সার্ক সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য উদারীকরণ।
উত্তর আয়ারল্যান্ড শান্তি চুক্তি
১০ এপ্রিল ১৯৯৮
উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা।
রোম চুক্তি
১৭ জুলাই ১৯৯৮
আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা।
সাফটা চুক্তি (পাকিস্তান)
৬ জানুয়ারি ২০০৪ (কার্যকর ১ জুলাই ২০০৭)
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা জোরদার করা।
লিসবন চুক্তি
১৩ ডিসেম্বর ২০০৭
ইউরোপীয় ইউনিয়নকে পুনগঠিন করা।
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)
১ জুলাই ১৯৬৮ (কার্যকর ৫ মার্চ ১৯৭০)
পারমাণবিক অস্ত্রের সীমিতকরণ।
সমন্বিত অস্ত্র বিস্তার রোধ চুক্তি (CTBT)
২৪ সেপ্টেম্বর ১৯৯৬
বিশ্বব্যাপী পারমাণবিক পরীক্ষামূলক বিস্ফোরণ নিষিদ্ধ করা।
অটোয়া চুক্তি
৩ ডিসেম্বর ১৯৯৭
ব্যক্তি বিব্ধংসী মাইন ব্যবহার মজুদ, উৎপাদন ও স্থানান্তর নিষিদ্ধ করা।
মহাশূণ্য চুক্তি
২৭ জানুয়ারি ১৯৬৭
মহাশূণ্য সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক চুক্তি। পৃথিবীর বাইরে মহাশূণ্যে কোনো পারমাণবিক অস্ত্র স্থাপন না করা এবং শান্তিপূর্ণভাবে মহাকাশ অভিযান সহযোগিতা করা।
v  গুরুত্বপূর্ণ চুক্তিসমূহঃ
চুক্তির নাম
সম্পাদনের তারিখ
স্থান
পক্ষসমূহ
বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি
১৯ মার্চ, ১৯৭২
নয়াদিল্লী, ভারত
বাংলাদেশ – ভারত
ডেটন চুক্তি
২১ নভেম্বর, ১৯৯৫
ডেটন বিমান বাহিনীর ঘাঁটি বসনিয়া
হারজোগোভিনা
বাংলাদেশ-ভারত পানি চুক্তি
১২ ডিসেম্বর, ১৯৯৬
হায়দ্রাবাদ হাউস নয়াদিল্লী, ভারত
বাংলাদেশ – ভারত
শান্তির বিনিময়ে ভূমি চুক্তি (ওয়াই রিভার শান্তি চুক্তি)
২৪ অক্টোবর ১৯৯৮
ওয়াই রিভার, যুক্তরাষ্ট্র
ইসরাইল – ফিলিস্তিন
শ্রীলংকা ও LTTE সমঝোতা চুক্তি
৯ জানুয়ারি ২০০৩
ব্যাংকক, থাইল্যান্ড
শ্রীলংকা ও LTTE
 ডাউনলোড করতে এখানে কিক্ল করুন

Download From Google Drive  

Download From Yadex

Download

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!