Thursday, September 28, 2023
Homeকম্পিটারএক্সেলের কিছু সূত্র ও শর্টকাট কী এক সাথে দেখে নিন পিডিএফ...

এক্সেলের কিছু সূত্র ও শর্টকাট কী এক সাথে দেখে নিন পিডিএফ ডাউনলোড

এক্সেলের কিছু সূত্র ও শর্টকাট কী এক সাথে দেখে নিন

পিডিএফ ডাউনলোড

 
প্রযুক্তির উৎকর্ষতায় এখন আর আমাদের কাগজ, কলম ও কেলকুলেটারের উভর নির্ভর করতে হয় না। আগে যে কাজটি করতে বছর বছর সময় লাগতো এখন চোখের পলকেই সম্ভব। আর এর সবই হয়েছে কম্পিউটারের মাধ্যমে। আমাদের প্রতিদিনের কাজে আমরা মাইক্রেসফট অফিসের বিভিন্ন টুলস ব্যবহার করি। যেমন মাইক্রেসফট ওয়ার্ড, এক্সেল। আজ আমরা এক্সেলের কিছু শটকার্ট কী জানবে-
শর্টকার্ট কী গুলি হল –
Ctrl+Arrow : ডানে, বামে, ওপরে এবং নিচে লেখার শেষে কারসর যাবে
Ctrl+Home : ফিল্ডবা লেখার শুরুতে কারসর
Ctrl+End : ফিল্ডবা লেখার শেষে কারসর
Ctrl+Page Up : আগেরপৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া
Ctrl+Page Down : পরেরপৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া
Atl+Page Up : ডকুমেন্টেরপ্রথম কলামে অবস্থান করা
Atl+Page Down : ডকুমেন্টেরশেষ কলামে অবস্থান করা
Atl+Enter : ফিল্ডেকারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি করা
Shift+TAB : পেছনেরফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া
Ctrl+1 : ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা
Ctrl+2 : ফন্টবোল্ড করা
Ctrl+3 : লেখাকেইটালিক করা
Ctrl+4 : লেখাআন্ডারলাইন করা
Ctrl+5 : লেখারমাঝখান বরাবর কাটা দাগ (স্ট্রাইক থ্রু)
Ctrl+7 : স্ট্যান্ডার্ডটুলবার সরিয়ে দেওয়া
Ctrl+9 : কারসরযে ফিল্ডে আছে, তা মুছে ফেলা(রো ডিলিট)
Ctrl+0 : কলামডিলিট
Atl+F1 : ওয়ার্কশিটেরসঙ্গে চার্টশিট যুক্ত করা
Atl+F2 : সেভঅ্যাজ
Ctrl+F3 : ডিফাইনডায়ালগ বক্স খোলা
Ctrl+F4 : ফাইলবন্ধ করা
Ctrl+F5 : ফাইলনামসহ আদালা উইন্ডো
Ctrl+F8 : ম্যাক্রোতৈরির জন্য ডায়লগ বক্স খোলা
Ctrl+F9 : ফাইলমিনিমাইজ করা
Ctrl+F10 : ফাইলনামসহ আলাদা ইউন্ডো
Ctrl+F11: ওয়ার্কশিটেরসঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা
Ctrl+F12 : ওপেনডায়ালগ বক্স
এখন আমরা এক্সলের কিছু মজার মজার ফাংশন যেমনগসাগুনির্ণয়, লসাগুনির্ণয়, বর্গমূল নির্ণয়, দিনতারিখ ইত্যাদি ইত্যাদি নির্ণয়ের ফর্মুলা শেয়ার করা হল যা আপনার বিভিন্ন কাজে আসবে বলে আমি মনে করি।
সুত্র গুলি নিম্ন রুপ
দুটি, তিনটিকিংবা একাধিক সংখ্যার গসাগু নির্ণয় করতে চাইলে GCD ফাংশনব্যবহার করে সহজে গসাগু বের করতে পারি।
Syntax:
GCD(4,16,64)
উত্তর– 4
দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে চাইলে LCM ফাংশন ব্যবহার করে সহজে লসাগু বের করতে পারি
Syntax:
LCM(24,36)
উত্তর– 72
কোনসংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাইলে SQRT ফর্মুলা ব্যবহার করে সহজে বর্গমূল নির্ণয় করতে পারি কিন্তুNumber এর মান অবশ্যই ধনাত্নক হতে হবে
Syntax:
SQRT(81)
উত্তর– 9
কোনসংখ্যার বর্গ বা ঘাত নির্ণয়করতে Power ফর্মুলা টি ব্যবহার করাহয়
Syntax-
POWER(5,2)
এখানে5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাতউক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25.
ROUND আসন্নমান অর্থাৎ মোটামুটি কাছি অংক দিয়ে প্রকাশ করা হয়যেমন.৫৬৮৫ সংখ্যাটিকেদুই দশমিক আসন্ন মান লিখতে বলা হলে .৫৭ লেখাহয়
Syntax: =ROUND(18.378,2)
উত্তর– 18.38
আজকেরদিন (বর্তমান সময়) দিন তারিখ সময় মাস বছর জানারজন্যNOW,Month(Now()) YEAR(Now()) ফর্মুলা ব্যবহার করে সহজে তা নির্ণয় করাযায়
Syntax:
NOW()
শুধুমাস বের করতে চাইলে?
Month(Now())
শুধুবছর বের করতে চাইলে ?
YEAR(Now())
কোনতারিখ কি বার জানতেচাইলে?
WEEK DAY(“01/01/1990”)
উত্তর– 6 (অর্থাৎ Friday)
কোনতারিখ কি বার জানারজন্য?
TEXT(“01/01/1990”,ddd)
উত্তর– Friday
কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ
1.) GOOGLE – Global Organization Of Oriented Group Language Of Earth.
2.) YAHOO – Yet Another Hierarchical Officious Oracle.
3.) WINDOW – Wide Interactive Network Development for Office work Solution.
4.) COMPUTER – Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research.
5.) VIRUS – Vital Information Resources Under Siege.
6.) UMTS – Universal Mobile Telecommunications System.
7.) AMOLED – Active-matrix organic light-emitting diode.
8.) OLED – Organic light-emitting diode.
9.) IMEI – International Mobile Equipment Identity.
10.) ESN – Electronic Serial Number.
11.) UPS – Uninterruptible power supply.
12. HDMI – High-Definition Multimedia Interface.
13.) VPN – Virtual private network.
14.) APN – Access Point Name.
15.) SIM – Subscriber Identity Module.
16.) LED – Light emitting diode.
17.) DLNA – Digital Living Network Alliance.
18.) RAM – Random access memory.
19.) ROM – Read only memory.
20.) VGA – Video Graphics Array.
21.) QVGA – Quarter Video Graphics Array.
22.) WVGA – Wide video graphics array.
23.) WXGA – Widescreen Extended Graphics Array.
24.) USB – Universal serial Bus.
25.) WLAN – Wireless Local Area Network.
26.) PPI – Pixels Per Inch.
27.) LCD – Liquid Crystal Display.
28.) HSDPA – High speed down-link packet access.
29.) HSUPA – High-Speed Uplink Packet Access.
30.) HSPA – High Speed Packet Access.
31.) GPRS – General Packet Radio Service.
32.) EDGE – Enhanced Data Rates for Globa Evolution.
33.) NFC – Near field communication.
34.) OTG – On-the-go.
35.) S-LCD – Super Liquid Crystal Display.
36.) O.S. – Operating system.
37.) SNS – Social network service.
38.) H.S – HOTSPOT.
39.) P.O.I – Point of interest.
40.) GPS – Global Positioning System.
41.) DVD – Digital Video Disk.
42.) DTP – Desk top publishing.
43.) DNSE – Digital natural sound engine.
44.) OVI – Ohio Video Intranet.
45.) CDMA – Code Division Multiple Access.
46.) WCDMA – Wide-band Code Division Multiple Access.
47.) GSM – Global System for Mobile Communications.
48.) WI-FI – Wireless Fidelity.
49.) DIVX – Digital internet video access.
50.) APK – Authenticated public key.
51.) J2ME – Java 2 micro edition.
52.) SIS – Installation source.
53.) DELL – Digital electronic link library.
54.) ACER – Acquisition Collaboration Experimentation Reflection.
55.) RSS – Really simple syndication.
56.) TFT – Thin film transistor.
57.) AMR- Adaptive Multi-Rate.
58.) MPEG – moving pictures experts group.
59.) IVRS – Interactive Voice Response System.
60.) HP – Hewlett Packard.

আরো পড়ুনঃ-

ডাউনলোড করতে এখানে কিক্ল করুন

Download From Google Drive  

Download From Yadex

Download

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!