Tuesday, September 10, 2024
Homeসাধারণ জ্ঞানআলবার্ট আইনস্টাইনের বিশ্ববিখ্যাত ১৫ টি উক্তি বা বাণী যা আপনার জীবনকে বদলে...

আলবার্ট আইনস্টাইনের বিশ্ববিখ্যাত ১৫ টি উক্তি বা বাণী যা আপনার জীবনকে বদলে দিতে পারে । Albert Einstein

আলবার্ট আইনস্টাইনের বিশ্ববিখ্যাত ১৫ টি উক্তি বা বাণী যা

আপনার জীবনকে বদলে দিতে পারে ।

Albert Einstein

 
১। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
Ø  আলবার্ট আইনস্টাইন।
২। যারা আমাকে সাহায্য করতে মানা করেছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘ না, ‘ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
Ø  আলবার্ট আইনস্টাইন।
৩। স্কুলে যা শেখানো হয়, তার সবটুকু ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা।
Ø  আলবার্ট আইনস্টাইন।
৪। বাস্তবতা নিছক একটি বিভ্রম। যদিও এটি খুব স্থায়ী।
Ø  আলবার্ট আইনস্টাইন।
৫। যদি আমাকে এবটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটাকে নিয়ে চিন্তা করি এবং বাকি ৫ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি।
Ø  আলবার্ট আইনস্টাইন।
৬। গতকাল থেকে শিখুন, আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকুন, আশাটা আগামীকালের জন্যে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না।
Ø  আলবার্ট আইনস্টাইন।
৭। যেকোনো যুক্তি আপনাকে A থেকে B পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কল্পনা শক্তি আপনাকে সবজায়গাতেই নিয়ে যাবে।
Ø  আলবার্ট আইনস্টাইন।
৮। অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস।
Ø  আলবার্ট আইনস্টাইন।
৯। শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায়না, সেটি একমাত্র সম্ভব হয় বোঝাপড়ার মাধ্যমে।
Ø  আলবার্ট আইনস্টাইন।
১০। যে কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি।
Ø  আলবার্ট আইনস্টাইন।
১১। কেউ ভুল করে ফেললে সবার সামনে তাকে তিরষ্কার না করে, আলাদা ভাবে তাকে বলে শুধরে নেয়ার সুযোগ দিন।
Ø  আলবার্ট আইনস্টাইন।
১২। আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তা গুলো ৯৯ বারই ভুল হয়েছে। তবে শততম বারে আমি সফল হয়েছি।
Ø  আলবার্ট আইনস্টাইন।
১৩। মহৎ ব্যাক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষের কাছ থেকে।
Ø  আলবার্ট আইনস্টাইন।
১৪। শুধু আইন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না, দরকার সহনশীলতা।
Ø  আলবার্ট আইনস্টাইন।
১৫। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারে নি।
Ø  আলবার্ট আইনস্টাইন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!