দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অডিটর পদে
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
০১। যা ভাষায় প্রকাশ করা যায় না – তাকে এক কথায় কী বলে?
ক. অনির্বাণ
খ. অনির্দেশ্য
গ. অনির্বচনীয়
ঘ. অনির্ণেয়
উত্তর: সঠিক উত্তর নেই
ব্যাখ্যা: অব্যক্ত
০২। পিশাচ — পিচাশ- এরূপ বিবর্তনকে বলা হয়
ক. স্বরভক্তি
খ. স্বরসংগতি
গ. ধ্বনি বিপর্যয়
ঘ. ধ্বনি বিকার
উত্তর: গ. ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা: শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি অদলবদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন, বাক্স˃ বাস্ক, রিক্সা˃ রিস্কা, পিশাচ˃ পিচাশ, লাফ˃ ফাল
০৩। নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক. নারীত্ব
খ. কৃতিত্ব
গ. সতিত্ব
ঘ. ব্যক্তিত্ব
উত্তর: গ. সতিত্ব
ব্যাখ্যা: সতীত্ব
০৪। নিচের কোনটি অর্থগত দিক থেকে সাদৃশ্যপূর্ণ নয়-
ক. অলক
খ. চিকুর
গ. কবরী
ঘ. লোচন
উত্তর: ঘ. লোচন
ব্যাখ্যা: অলক/ চিকুর/ কবরী = চুল; লোচন = চোখ
০৫। কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো-
ক. আবলি
খ. গণ
গ. সকল
ঘ. পাল
উত্তর: ঘ. পাল
০৬। নিচের কোনটি তাড়নজাত ধ্বনি?
ক. ম
খ. শ
গ. ড়
ঘ. ঙ
উত্তর: গ. ড়
ব্যাখ্যা: যে ধ্বনি জিহবার অগ্রভাগের তলদেশ দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত অাঘাত বা তাড়না করে উচ্চারিত হয় তাকে তাড়নজাত ধ্বনি বলে। তাড়নজাতধ্বনি গুলো হলো : ড়, ঢ়।
০৭। ঐহিক শব্দের বিপরীত শব্দ হল-
ক. বিষ্ময়
খ. বিবাদ
গ. বৈরাগ
ঘ. পারত্রিক
উত্তর: ঘ. পারত্রিক
০৮। কোনটি শুদ্ধ বানান-
ক. সমীচীন
খ. সমাচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন
উত্তর: ক. সমীচীন
০৯। Heavenly body-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. স্বর্গীয় দেহ
খ. জ্যোতিষ্ক
গ. প্রেরিত দূত
ঘ. ভারী দেহ
উত্তর: খ. জ্যোতিষ্ক
১০। কোন শব্দটি অপপ্রয়ােগের দৃষ্টান্ত-
ক. অশ্রুজল
খ. অঞ্জলি
গ. কিংশুক
ঘ. প্রদীপ
উত্তর: ক. অশ্রুজল
১১। নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
ক. দাই
খ. রজকী
গ. সৎমা
ঘ. সতীন
উত্তর: খ. রজকী
১২। কোন শব্দটির বানান ঠিক?
ক. প্রতিযােগীতা
খ. ভৌগলিক
গ. গুণিজন
ঘ.মধ্যাহ্ন
উত্তর: ঘ.মধ্যাহ্ন
ব্যাখ্যা: প্রতিযােগীতা – প্রতিযোগিতা; ভৌগলিক – ভৌগোলিক; গুণিজন – গুণীজন
১৩। ভাঙ্গাইত – এই সাধু ক্রিয়াপদের চলতি রূপ কী?
ক. ভাঙ্গত
খ. ভাঙতো
গ. ভাঙ্গতো
ঘ. ভাঙ্গিত
উত্তর: খ. ভাঙতো
ব্যাখ্যা: ভাঙ্গা>ভাঙা (সঠিক বানান)। এই অনুসারে ঙ্গ এর ব্যবহার যুক্তিযুক্ত নয়।
১৪। “বুদ্ধি’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো-
ক. বুন+ধি
খ. বুধ+নি
গ. বুধ+তি
ঘ. বুদ্ধ+ই
উত্তর: গ. বুধ+তি
ব্যাখ্যা: সংস্কৃত কৃৎ প্রত্যয়। আসলে হবে √বুধ+ক্তি = বুদ্ধি।
১৫। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে- বাক্যটিতে ‘দিয়ে’ হলাে-
ক. অব্যয়
খ. প্রত্যয়
গ. অনুসর্গ
ঘ. উপসর্গ
উত্তর: গ. অনুসর্গ
ব্যাখ্যা: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ।বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো ‘কে’ বা ‘র’ বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। বাংলা ভাষার কয়েকটি অনুসর্গ হচ্ছে- প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, অবধি, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর, ভেতর ইত্যাদি।
এদের মধ্যে দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক (তৃতীয়া বিভক্তি), হইতে, হতে, চেয়ে (পঞ্চমী বিভক্তি), অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।
১৬। ‘পেটোয়া’ শব্দের অর্থ হলো –
ক. অনুগত
খ. লাঠিয়াল
গ. সন্ত্রাসী
ঘ. দালাল
উত্তর: ক. অনুগত
ব্যাখ্যা: বিশেষণ পদ- অধীন, অনুগত, পৃষ্ঠপোষিত, আজ্ঞাবহ।
১৭। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে।’ বাক্যটিতে কী ধরনের ভুল আছে?
ক. বানান
খ. পদ
গ. বচন
ঘ. বিভক্তি
উত্তর: গ. বচন
ব্যাখ্যা: সকল এবং ছাত্ররা উভয়ই বহুবচন। ডাবন বহুবচন হবে না।
১৮। যোগরূঢ় শব্দ কোনটি?
ক. নদী
খ. ঝরনা
গ. জলধি
ঘ. পাথার
উত্তর: গ. জলধি
ব্যাখ্যা: সমাস নিষ্পন্ন যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। যেমন-
১৯। নিচের কোনটি ‘পৃথিবী’র সমার্থক শব্দ নয়?
ক. অবনী
খ. বসুধা
গ. অচলা
ঘ. নবনী
উত্তর: ঘ. নবনী
ব্যাখ্যা: নবনী অর্থ- সর পড়া, সারাংশ, প্রলেপ, ক্রিম, ননী, দুগ্ধের সর, মাঠা, হালকা পীতবর্ণ, দুধের সর, শ্রেষ্ঠ অংশ।
২০। নিচের কোন শব্দটিতে ‘প্রতি’ উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত?
ক. প্রতিবিম্ব
খ. প্রতিশব্দ
গ. প্রতিচ্ছবি
ঘ. প্রতিদান
উত্তর: ঘ. প্রতিদান
ব্যাখ্যা: প্রতিবিম্ব, প্রতিশব্দ ও প্রতিচ্ছবি সাদৃশ্য বুঝিয়েছে। কিন্তু প্রতিদান বিপরীত বুঝিয়েছে।
অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯: ইংরেজি
Fill in the blank with the appropriate option.
২১. It would be pleasant, if we _____where to go.
ক. know
খ. known
গ. knew
ঘ. Had known
উত্তর: গ. knew
ব্যাখ্যা: Past Conditional + If + Simple Past
২২। Three-fourths of the work _____ finished.
ক. have been
খ. had
গ. has been
ঘ. were
উত্তর: গ. has been
ব্যাখ্যা: Three-fourths of + uncountable noun. So verb will be singular.
২৩। He asked me ______.
ক. when I go there
খ. when did I go there?
গ. when I went there.
ঘ. when I have gone there.
উত্তর: সঠিক উত্তর নেই।
ব্যাখ্যা: Direct: He said to me, “When did you come here?”
Indirect: He asked me when I had gone there.
২৪। I visit the Taj Mahal ______ I go to Agra.
ক. once
খ. wherever
গ. whenever
ঘ. when
উত্তর: গ. whenever
২৫। The adjective of the word “People’ is
ক. Popularity
খ. Popularly
গ. Popularize
ঘ. Populous
উত্তর: ঘ. Populous
২৬। Does anybody know the solution — this problem?
ক. Of
খ. for
গ. on
ঘ. to
উত্তর: ঘ. to
২৭। As the sun____, I decided to go out.
ক. shines
খ. has shone
গ. shine
ঘ. was shining
উত্তর: ঘ. was shining
২৮। What is the synonym of ‘rehearse?
ক. report
খ. remain
গ. reach
ঘ. practice
উত্তর: ঘ. practice
২৯। Which word is incorrectly spelt?
ক. Headache
খ. Miser
গ. Recommend
ঘ. Resteurant
উত্তর: ঘ. Resteurant
ব্যাখ্যা: Restaurant
৩০। What is the meaning of at one’s fingertips?
ক. To take revenge
খ. Matter of shame
গ. Complete knowledge
ঘ. Full sleeve shirts
উত্তর: গ. Complete knowledge
৩১। Indicate the word most nearly opposite to the meaning of “Hostile?
ক. friendly
খ. brotherly
গ. neighbourly
ঘ. closely
উত্তর: ক. friendly
৩২। The antonym of the word ‘somber’ is
ক. bright
খ. gloomy
গ. dismal
ঘ. dark
উত্তর: ক. bright
৩৩। ‘A castle in the air’ means –
ক. Making building
খ. Giving effort
গ. Absurd imagination
ঘ. Silly dream
উত্তর: গ. Absurd imagination
৩৪। A ______ man catches _______ a straw.
ক. Drawing, on
খ. Drowning, at
গ. Sinking, by
ঘ. Drowning, on
উত্তর: খ. Drowning, at
৩৫। If you don’t know the meaning of a word, look it ____ in a dictionary.
ক. up
খ. through
গ. over
ঘ. along
উত্তর: ক. Up
৩৬। _____ the exams are over, we can plan for a tour.
ক. Even now
খ. Now that
গ. Now
ঘ. Now so
উত্তর: খ. Now that
ব্যাখ্যা: Meaning that, ‘for the reason that’, considering.
৩৭। We hid our boat in the bushes and set _____a camp ____ the river.
ক. By, in
খ. On, at
গ. Up, by
ঘ. Down, over
উত্তর: গ. Up, by
৩৮। No ____ figures are available about the bus accident casualties.
ক. precised
খ. precis
গ. precisely
ঘ. Precise
উত্তর: ঘ. Precise
৩৯। The “past participle” of the verb ‘swear’ is –
ক. swore
খ. sworn
গ. sworne
ঘ. swear
উত্তর: খ. sworn
৪০। Which of the following noun is not a proper noun?
ক. Team
খ. Dhaka
গ. Sunday
ঘ. Kabir
উত্তর: ক. Team
ব্যাখ্যা:
অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯: ম্যাথ
৪১। 1 থেকে 1000 এর মধ্যে কতগুলাে সংখ্যা 16 দিয়ে বিভাজ্য নয় কিন্তু ১০ দিয়ে বিভাজ্য?
ক. 29
খ. 31
গ. 32
ঘ. 38
উত্তর:
ব্যাখ্যা:
৪২। x – y = ০ হলে x3-y3 এর মান কত?
ক. x2-y2
খ. x3-y3
গ. 0
ঘ. 3
উত্তর: গ. 0
ব্যাখ্যা:
x3-y3=(x-y)3-3xy(x-y) = 03-3xy.0=0
৪৩। 100 থেকে বড় দুইটি পূর্ণসংখ্যার যােগফল 500 হলে সংখ্যা দুইটির সম্ভাব্য অনুপাত কত?
ক. 1 to 5
খ. 5 to 2
গ. 5 to 3
ঘ. 3 to 2
উত্তর: 3 to 2
ব্যাখ্যা: 500 is divided by only the summation of the given options, 3+2= 5.
৪৪। নিম্নের কোন সংখাটি 4% এর সমান নয়।
ক. 1/25
খ. 4/100
গ. 0.4
ঘ. 0.04
উত্তর: গ. 0.4
ব্যাখ্যা:
4% = 4/100 = 1/25 = 0.04
৪৫।xy = 2 এবং xy2 = ৪ হলে x এর মান কত?
ক. ½
খ. 2
গ. 4
ঘ. 8
উত্তর: ক. ½
ব্যাখ্যা:
xy = 2—-(1)
xy2 = 8 —(2)
(2)÷(1),
xy2/ xy = 8/2
Or, y = 4
From (1),
xy = 2
Or, 4x = 2
Or, x = 1/2
৪৬। w, x অপেক্ষা 10% কম হলে এবং y, z অপেক্ষা 30% কম হলে wy, xz অপেক্ষা শতকরা কত কম?
ক. 10%
খ. 20%
গ. 30%
ঘ. 40%
উত্তর: 37%
ব্যাখ্যা:
W=9x/10
Y=7z/10
So, wy = (9x/10)×( 7z/10)
Or, wy=63zx/100
Now,
Zx-63zx/100=37zx/100
So, Percentage decrease = 37%
৪৭। 1 বর্গমাইলের সমান কত একর?
ক. ৬০৪
খ. ৬২০
গ. ৬৪০
ঘ. কোনটিই নহে
উত্তর: গ. ৬৪০
৪৮। নিচের কোন ভগ্নাংশটি — অপেক্ষা বড়?
ক. 4/5
খ. 8/11
গ. 10/27
ঘ. 33/56
উত্তর:
ব্যাখ্যা:
৪৯। m এবং n উভয়ই যুগ্মসংখ্যা হলে নিচের কোন সংখ্যাটি অযুগ্ম?
ক. m+n
খ. mn
গ. mn+1
ঘ. mn+2
উত্তর: গ. mn+1
ব্যাখ্যা:
যেসব সংখ্যা ২ দিয়ে ভাগ করা যায় তাদের যুগ্ম সংখ্যা বলে। যেসব সংখ্যা ২ দিয়ে ভাগ করা যায় না তাদের অযুগ্ম সংখ্যা বলে।
Let, m=2, n = 4
So, m+n = 2+4 = 6
So, mn = 2×4 = 8
So, mn+1 = 8+1 = 9
So, mn+2 = 8+2 = 10
According to definition, mn+1 = 8+1 = 9 অযুগ্ম।
৫০। 5 টি কমলার বিক্রয়মূল্য 5টি কমলার ক্রয়মূলের সমান হলে শতকরা লাভ কত?
ক. ৩৩%
খ. ২৫%
গ. ২০%
ঘ. ১৫%
উত্তর:
ব্যাখ্যা:
৫১। বিকেল ৪টার সময় ঘড়ির কাটা ও মিনিটের কাঁটার মধ্যে ছোট কোণটির পরিমাণ –
ক. 900
খ. 1000
গ. 1200
ঘ. 1500
উত্তর: গ. 1200
ব্যাখ্যা:
|(60H-11M)/2|
=|(60×4-11×0)/2|
=|240/2|
=120
৫২। 10% মুনাফায় 100 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত?
ক. 22 টাকা
খ. 21 টাকা
গ. 20 টাকা
ঘ. 20.5 টাকা
উত্তর:
ব্যাখ্যা:
চক্রবৃদ্ধি মুনাফা,
=P(1+r)n – P
=100(1+ 10/100)2 – 100
= 121-100
=21
৫৩। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:2। ত্রিভুজটি –
ক. সূক্ষ্মকোণী
খ. সমকোণী
গ. স্থুলকোণী
ঘ. সমবাহু
উত্তর: খ. সমকোণী
ব্যাখ্যা:
Let,
Angles = x, x, 2x
So,
X+x+2x = 1800
Or, 4x = 1800
Or, x= 450
Larger angle = 450 × 2 = 900
৫৪। 1,3,6,10,15, 21, .. অনুক্রমের পরবর্তী সংস্থাটি হল –
ক. 26
খ. 27
গ. 28
ঘ. 30
উত্তর: গ. 28
ব্যাখ্যা:
1+2 = 3
3+3 = 6
6+4 = 10
10+5 = 15
15+6 = 21
21+7 = 28
৫৫। 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক. 12
খ. 13
গ. 14
ঘ. 15
উত্তর: 10
ব্যাখ্যা:
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা:
১-১০ পর্যন্ত ৪ টি (২, ৩, ৫, ৭)
১১-২০ পর্যন্ত ৪টি (১১, ১৩, ১৭,১৯)
২১ – ৩০ পর্যন্ত ২টি (২৩, ২৯)
৩১ -৪০ পর্যন্ত ২টি (৩১, ৩৭)
৪১-৫০ পর্যন্ত ৩ টি (৪১, ৪৩, ৪৭)
৫১-৬০ পর্যন্ত ২ টি (৫৩, ৫৯)
৬১-৭০ পর্যন্ত ২ টি (৬১, ৬৭)
৭১-৮০ পর্যন্ত ৩ টি (৭১, ৭৩, ৭৯)
৮১-৯০ পর্যন্ত ২ টি (৮৩, ৮৯)
৯১-১০০ পর্যন্ত ১ টি (৯৭)
১-১০০ পর্যন্ত ২৫ টি
৫৬। cosθ = 1/2 হলে θ এর মান কত?
ক. 300
খ. 600
গ. 450
ঘ. 750
উত্তর: খ. 600
ব্যাখ্য:
cosθ = ½
Or, cosθ = cos600
Or, θ = 600
অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯: সাধারণ জ্ঞান
৫৭। সামুদ্রিক মাছে কোন মিনারেলটি বেশি পাওয়া যায়?
ক. ক্যালসিয়াম
খ. লৌহ
গ. আয়োডিন
ঘ. ফসফরাস
উত্তর: গ. আয়োডিন
৫৮। বাংলাদেশে কোন সাল হতে বয়স্ক ভাতা চালু হয়?
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০১
উত্তর: খ. ১৯৯৮
ব্যাখ্যা: বয়স্কভাতা হচ্ছে একটি কর্মসূচি যাভদেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে প্রবর্তন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর এই কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
৫৯। রবিশংকর একজন বিখ্যাত
ক. সেতার বাদক
খ. গায়ক
গ. সরোজ বাদক
ঘ. ক্রিকেটার
উত্তর: ক. সেতার বাদক
ব্যাখ্যা: পণ্ডিত রবিশঙ্কর (৭ই এপ্রিল, ১৯২০, বেনারস, উত্তর প্রদেশ, ভারত – ১১ই ডিসেম্বর, ২০১২, স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র) একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ যিনি সেতারবাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দীন খান সাহেবের শিষ্য রবি শঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে ১৯৬০-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। তাঁর সাঙ্গীতিক কর্মজীবনের পরিব্যাপ্তি ছয় দশক জুড়ে। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে রবি শংকর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন।
৬০।সবচেয়ে কঠিন পদার্থের নাম কী?
ক. সোনা
খ. রূপা
গ. লোহা
ঘ. হীরক
উত্তর: ঘ. হীরক
ব্যাখ্যা: আর সবচেয়ে নরম ট্যাল্ক।
৬১। আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
ক. ১০ ডিসেম্বর
খ. ৮ মার্চ
গ. ১৫ জুলাই
ঘ. ২০ এপ্রিল
উত্তর: খ. ৮ মার্চ
ব্যাখ্যা: ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন-পীড়ন। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ; জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। বাংলাদেশেও ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতার লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। অতঃপর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।
৬২। পিলখানা কী?
ক. হাতিশাল
খ. ঘোড়াশাল
গ. টাকশাল
ঘ. চিড়িয়াখানা
উত্তর: ক. হাতিশাল
৬৩। হালদা নদী কী জন্য বিখ্যাত?
ক. মৎস্য প্রজনন
খ. নদী বন্দর
গ. খরস্রোতা
ঘ. ইলিশ মাছ
উত্তর: ক. মৎস্য প্রজনন
ব্যাখ্যা: হালদা নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক হালদা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী নং ১৬।
৬৪। রেশম চাষকে কী বলা হয়?
ক. এপিকালচার
খ. হর্টিকালচার
গ. সেরিকালচার
ঘ. পিসিকালচার
উত্তর: গ. সেরিকালচার
ব্যাখ্যা:
পিসিকালচার = মৎস্য চাষ বিজ্ঞান
এপিকালচার = মৌমাছি পালন বিজ্ঞান।
এভিকালচার = পাখি পালন বিজ্ঞান।
প্রন কালচার = চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান।
পার্ল কালচার = মুক্তা চাষ বিষয়ক বিজ্ঞান।
ফ্রগ কালচার = ব্যাঙ চাষ বিষয়ক বিজ্ঞান।
অ্যানিমাল হাজবেড্রি = গবাদি পশু পালন বিদ্যা।
পোলট্রি ফার্মিং = হাঁস-মুরগীর পালন বিদ্যা।
হর্টিকালচার = উদ্যান পালন বিদ্যা।
পেস্ট কন্ট্রোল = বালাই নিয়ন্ত্রণ।
অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯: হিসাব বিজ্ঞান
৬৫। হিসাবচক্রের কোন ধাপটি ঐচ্ছিক?
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. কার্যপত্র
ঘ. রেওয়ামিল
উত্তর: গ. কার্যপত্র
৬৬। অনুপার্জিত আয় একটি-
ক. আয়
খ. দায়
গ. ব্যয়
ঘ. সম্পদ
উত্তর: খ. দায়
৬৭। সম্পদের আয়ুষ্কাল ৮ বছর, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত?
ক. ১০%
খ. ১২%
গ. ১২.৫%
ঘ. ১৬%
উত্তর: গ. ১২.৫%
ব্যাখ্যা:
বার্ষিক অবচয় হার= (১০০%÷আনুমানিক আয়ুস্কাল)
=(১০০%÷৮) = ১২.৫%
৬৮। ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হলে বিক্রয়মুল্যের উপর কত লাভ হবে?
ক. ১৭.৬৫%
খ. ২০%
গ. ৩৩%
ঘ. ১৫%
উত্তর: খ. ২০%
৬৯।IAS কত অনুসরে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
ক. ৫
খ. ৭
গ. ১০
ঘ. ১৬
উত্তর: খ. ৭
ব্যাখ্যা: যৌথ মূলধনি ব্যবসা বা পাবলিক লিমিটেড কোম্পানিতে সাধারণত আন্তর্জাতিক হিসাবমান ৭ (IAS-7) অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়।
৭০। যন্ত্রপাতি ধারে ক্রয় কোন বইতে লিপিবদ্ধ হবে?
ক. ক্রয় বই
খ. বিক্রয় বই
গ. নগদান বই
ঘ. প্রকৃত জাবেদা
উত্তর: ঘ. প্রকৃত জাবেদা
৭১। অংশীদারত্বের চলতি হিসাবের ক্রেডিট উদ্ভূত প্রতিষ্ঠানের কী প্রকাশ করে?
ক. দায়
খ. আয়
গ. সম্পদ
ঘ. ব্যয়
উত্তর:
৭২। ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়?
ক. ভাউচার
খ. চালান
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
উত্তর: গ. ডেবিট নোট
৭৩। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর কী বৃদ্ধি পায়?
ক. অভিজ্ঞতা
খ. কার্যদক্ষতা
গ. জ্ঞান
ঘ. মেধা
উত্তর: খ. কার্যদক্ষতা
৭৪।ব্যবস্থাপনার কোন নীতির আওতায় উর্ধ্বতনের ক্ষমতা হ্রাস পায়?
ক. কেন্দ্রীকরণ
খ. বিকেন্দ্রীকরণ
গ. সাম্য
ঘ. শৃঙ্খলা
উত্তর: খ. বিকেন্দ্রীকরণ
৭৫। ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপ কোনটি?
ক. পরিকল্পনা
খ. সংগঠন
গ. নির্দেশনা
ঘ. নিয়ন্ত্রণ
উত্তর: ক. পরিকল্পনা
৭৬। নির্দেশনাকে প্রশাসনের কী বলে?
ক. মস্তিষ্ক
খ. স্নায়ুকেন্দ্র
গ. হৃৎপিণ্ড
ঘ. মেরুদণ্ড
উত্তর: গ. হৃৎপিণ্ড
৭৭। কোন নেতৃত্বের ক্ষেত্রে নেতা তার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেন?
ক. গণতান্ত্রিক
খ. অভিজাততান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
ঘ. রাজতান্ত্রিক
উত্তর: গ. স্বৈরতান্ত্রিক
৭৮। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি নিচের কোনটি?
ক. শরিকানা
খ. চুক্তি
গ. অর্থ
ঘ. সদ্বিশ্বাসের সম্পর্ক
উত্তর: খ. চুক্তি
৭৯। ‘ব্যবস্থাপনা সর্বজনীন’- এটি কার উক্তি?
ক. এরিস্টটল
খ. লুকা প্যাসিওলি
গ. সক্রেটিস
ঘ. হেনরি ফেয়ল
উত্তর: গ. সক্রেটিস
৮০। পরিকল্পনার সংখাত্বক রূপকে কী বলে?
ক. বাজেট
খ. লক্ষ্য
গ. স্ট্রাটেজি
ঘ. মিশন
উত্তর: ক. বাজেট
আরো পড়ুনঃ-
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান-২০১৯
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) এর পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ওয়্যারলেস অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২