বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মডেল টেস্ট। বিষয় – আন্তর্জাতিক বিষয়বালী
ক. ন্যাম
খ. এপেক
গ. বিমসটেক
ঘ. সার্ক
উত্তর : ক
২।বিশ্বে উন্নয়নশীল দেশ কতটি?
ক. ৪৮
খ. ৪৭
গ. ১৪৮
ঘ. ১৫০
উত্তর : ঘ
৩।জাতিপুঞ্জ’ ছিল কোন অঞ্চলের সংস্থা ?
ক. ইউরোপ
খ. আমেরিকা
গ. ইউরোপ-আমেরিকা
ঘ. এশিয়া
উত্তর :ক
৪।২০০৫ সালের শুরুতে পোশাক শিল্পে ‘কোটা প্রথা’ উঠে যায় যে চুক্তি অনুযায়ী –
ক. MFA
খ. GATT
গ. TRIPS
ঘ. TRIMS
উত্তর :ক
৫: বাংলাদেশে প্রথম কোন আন্তর্জাতিক সংস্থা কাজ শুরু করে-
ক. জাতিসংঘ
খ. কমনওয়েলথ
গ. ওআইসি
ঘ. ILO
উত্তর : ঘ
৬।বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে ?
ক. জাতিসংঘ
খ. কমনওয়েলথ
গ. ওআইসি
ঘ. ILO
উত্তর : ক
ক)ব্রিটেন
খ) যুক্তরাষ্ট্র
গ) কানাডা
ঘ) নেদারল্যান্ড
উত্তর : ক
৮।সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত?
ক.ইস্ট নদীর র্তীরে।
খ.টেমস নদীর র্তীরে।
গ.হোয়াংহো নদীর র্তীরে।
ঘ.মস্কোভা নদীর র্তীরে।
উত্তর : ক
৯। ২২ জুন ২০১৯ প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে আই.এ.ই.এ কর্তৃক “ফিলিস্তিনকে” স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়
ক) জাতিসংঘ
খ) ওয়াইসি
গ) ইউরোপীয় ইউনিয়ন
ঘ) জি -৭
১০)নিচের কোনটি GCC এর সদস্যভুক্ত দেশ নয়?
ক)কাতার
খ)কুয়েত
গ)ওমান
ঘ)বাহরাইন
উত্তর :ক
১১) কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক)৫২
খ)৫৩
গ)৫৪
ঘ)৫৫
উত্তর :গ
১২)বিশ্বব্যাংক ত্যাগকারী দেশ কোনটি ?
ক)কাতার
খ)কুয়েত
গ)কিউবা
ঘ)যুক্তরাষ্ট্র
উত্তর :গ
১৩)সম্প্রতি ইউনেস্কো ত্যাগ করেছে
ক)কাতার
খ)কুয়েত
গ)কিউবা
ঘ)যুক্তরাষ্ট্র
উত্তর :ঘ
১৪) DFID কোন দেশ ভিত্তিক সাহায্য সংস্থা ?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র
গ)ডেনমার্ক
ঘ)নিউজিল্যান্ড
উত্তর :ক
১৫) OPEC ভুক্ত একমাত্র অনারব মুসলিম দেশ
ক)ইন্দোনেশিয়া
খ)ইরান
গ)ইরাক
ঘ)ওমান
উত্তর :খ
১৬)বৃক্সিট ইস্যুতে যুক্তরাজ্যে গণভোট হয়েছিল
ক)২৩ জুন,২০১৬
খ)২৩জুন ২০১৭
গ)২৩জুন ২০১৮
ঘ)২৩ জুন ২০১৯
উত্তর :ক
১৭)টেকসই উন্নয়নে অনবদ্য অবদানের জন্য IPCC শান্তিতে নোবেল পায় কবে ?
ক)২০১১
খ)২০০৭
গ)২০০৫
ঘ)২০০৮
উত্তর :খ
১৮)North American Free Trade Agreement কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ঘ
১৯) নাফটার (North American Free Trade Agreement) সদস্য নয়-
ক. কানাডা
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. মেক্সিকো
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ
২০)EFTA) বলতে বোঝায়-
ক. একটি বাণিজ্যিক গোষ্ঠী
খ. পূর্ব আফ্রিকান কেটি সংবাদ সংস্থা
গ. একটি বিমান সংস্থা
ঘ. একটি সামরিক চুক্তি
উত্তরঃ ক
ক. শান্তি ফোরাম
খ. সামরিক জোট
গ. বাণিজ্যিক ব্লক
ঘ. পরিবেশবাদী গ্রুপ
উত্তরঃ গ
২২)বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট কোনটি ?
ক) EU
খ)WTO
গ)OPEC
ঘ)NATO
উত্তর : খ
২৩)UNFCCC -এর সদর দপ্তর কোথায় ?
ক)বন, জার্মানি
খ) নিউ ইয়র্ক , যুক্তরাষ্ট্র
গ) প্যারিস , ফ্রান্স
ঘ) জেনেভা , সুইজারল্যান্জ
উত্তর : ক
২৪)। কিয়োটো প্রটোকলের মেয়াদ কবে শেষ হবে?
ক) ২০২০
খ)২০২১
গ)২০২৫
ঘ)২০২৬
উত্তর : ক
২৫। গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কবে ?
ক)২০১০ সালে কানকুন মেক্সিকো
খ) ২০০৯ সালে কোপেন হেগেন , Cop-15.
গ) ২০১৫ , প্যারিস , ফ্রান্স
ঘ) কোনোটিই নয়
উত্তর : খ
২৬.World Watch – কোন দেশের পরিবেশবাদী সংস্থা ?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র
গ)ডেনমার্ক
ঘ)নিউজিল্যান্ড
উত্তর : খ
২৭।বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য খসড়া প্রণয়ন করা হয় কোন সনদে ?
ক)আটলান্টিক সনদে , ১৯৪১।
খ)বিল অব রাইটস সনদে
গ)ম্যাগনা কার্টা সনদে
ঘ) ওয়েস্ট ফিলিয়া সনদে
উত্তর : ক
ক) ইয়াল্টা সম্মেলনে
খ)আটলান্টিক সম্মেলনে
গ)লন্ডন সম্মেলনে
ঘ)ওকস সম্মেলনে
উত্তর : ক
২৯)জাতিসংঘ বিশ্বশান্তি দিবস ঘোষণা করে কোন দিনটিকে ?
ক)১০ ডিসে
খ)২৪ অক্টোবর
গ)২৪সেপ্টম্বর
ঘ)২৯ মে
৩০। জাতিসংঘের কোন সংস্থা স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে ?
ক) WB
খ)UNESCO
গ)UNDP
ঘ)IDA
উত্তর : খ
৩১)টেকসই উন্নয়ন অভিষ্টের কত নং লক্ষ্য জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ?
ক)১৩নং
খ) ১৭
গ)৮
ঘ)১২
উত্তর : ক
৩২।বহুল আলোচিত জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র
গ)ডেনমার্ক
ঘ)সুইডেন
উত্তর:ঘ
৩২) What was the first point of 14-Points?
ক)Disarmament
খ)Protectionism
গ)Dollar Diplomacy
ঘ)Open Diplomacy
উত্তর:ঘ
৩৩)জাতিসংঘের কোন অননুচ্ছেদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের সদস্য ১০ থেকে ১৫ তে উন্নীত করা হয়?
ক)১৩ নং অণুচ্ছেদ
খ)২৩ নং অণুচ্ছেদ
গ)৩৩ নং অণুচ্ছেদ
ঘ)৪৩ নং অণুচ্ছেদ
উত্তর:খ
৩৪). সার্কের বর্তমান চেয়ারম্যান কে?
ক)সুশীল কৈরালা
খ)পুস্প কমল দাহাল প্রচন্ড
গ)আমজাদ হোসেন সিয়াল
ঘ)কে পি শর্মা ওলি(মহাসচিব বললে উত্তর হতো আমজাদ হোসেন সিয়াল)
উত্তর:ঘ
৩৫. আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য কোনটি?
ক)দক্ষিন আফ্রিকা
খ)দক্ষিন সুদান
গ)মরক্কো
ঘ)পশ্চিম সাহারা
উত্তর:গ
‘৩৬)জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা যাবে না’ এমন প্রশ্নে সাধারণ পরিষদের ভোটাভুটিতে কতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়?
ক)১২৮ টি দেশ
খ)০৯ টি দেশ
গ)০৩ টি দেশ
ঘ)১৭ টি দেশ
উত্তর:খ
৩৭)সম্প্রতি কোন দেশটি বিশ্ব ব্যাংক ত্যাগের ঘোষণা দিয়েছে?
ক)চীন
খ)সৌদি আরব
গ)যুক্তরাজ্য
ঘ)যুক্তরাষ্ট্র
উত্তর:ঘ
৩৮)বাংলাদেশের এম শহীদুল ইসলাম বিমসটেকের কততম মহাসচিব?
ক)প্রথম
খ)দ্বিতীয়
গ)তৃতীয়
ঘ)চতুর্থ
উত্তর:খ
৩৯. নিচের কোনটি Group of Eight এর সদস্য?
ক)সুইডেন
খ)কানাডা
গ)নেদারল্যান্ড
ঘ)বেলজিয়াম
উত্তর:খ
৪০) OIC এর বর্তমান সদস্য কত?
ক)53
খ)55
গ)57
ঘ)58
উত্তর:গ
৪১) নিচের কোনটি D-8 ভুক্ত দেশ নয় ?
ক)বাংলাদেশ
খ) পাকিস্তান
গ)ভারত
ঘ) ইরান
উত্তর :গ
৪২)বিশ্বে প্রথম কার্বন কর চালু করে কোন দেশ ?
ক)ফিনল্যান্ড ।
খ)অস্ট্রেলিয়া
গ)গণচীন
ঘ) নেপাল
উত্তর ক
৪২)কত সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন ?
ক)২০১৫ সালে ।
খ)২০০৯
গ)২০১০
ঘ)২০১৬
উত্তর :ক
৪৩। প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ-
ক)ভুটান ।
খ)নেপাল
গ)মালদ্বীপ
ঘ) হন্ডুরাস
উত্তর :ক
৪৪)রামসার কনভেনশনের বিষয়বস্তু হলো-
ক)বর্জ ব্যবস্থাপনা
খ)জলাভূমি সংরক্ষণ ।
গ) ওজন স্তর ক্ষয় রোধ
ঘ) জীব বৈচিত্র সংরক্ষণ
উত্তর :খ
৪৫) Global climate Risc Index -2020 এর রিপোর্ট মতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক)১০ম
খ) ৭ম
গ)৮ম
ঘ)৯ম
উত্তর :খ
৪৬)কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় কবে ?
ক)১১ সেপ্টেম্বর ২০০৩ ।
খ) ১১ সেপ্টেম্বর ২০০০
গ) ১১ সেপ্টেম্বর ২০০২
ঘ) ১১ সেপ্টেম্ব ২০০৪
উত্তর :ক
ক)১১ সেপ্টেম্বর ২০০৩ ।
খ)২২ মার্চ ১৯৮৫ ।
গ) ২২ মার্চ ১৯৯২
ঘ) ২২ মার্চ ১৯৯৪
উত্তর :খ
৪৮)বাংলাদেশ প্যারিস চুক্তি অনুমোদন করে-
ক)২১ সেপ্টেম্বর ২০১৬
খ)২২ এপ্রিল ২০১৫
গ)১৯ ডিসেম্বর ২০১৬
ঘ)৭জুন ২০১৬
উত্তর :ক
৪৯) গ্রীন ক্লাইমেন্ট ফান্ড এর প্রধান কার্যালয় কোথায়?
ক)বন জার্মানি
খ)সিউল, দক্ষিণ করিয়া
গ) রোম , ইতালি
ঘ) প্যারিস, ফ্রান্স
উত্তর : খ
৫০) বিশ্ব ধরিত্রী দিবস(International Mother Earth Day) –
ক)৭ জুন
খ)২৩ মার্চ
গ)২২ শে এপ্রিল
ঘ)২২ মার্চ
উত্তর গ
৫১)গ্রীনবেল্ট মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা কে?
ক)ওয়াংগেরি মাথাই
খ)নরম্যান বোরলোগ
গ) গ্রেটা থুনবার্গ
ঘ) আরহেনিয়াস
উত্তর :ক
৫২)বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
ক)১ থেকে ১.৫ ডিগ্রি
খ)১.৫ থেকে ২ ডিগ্রি
গ)২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ)২.৫ থেকে ৩ ডিগ্রি
উত্তর :ক
৫৩. ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চুক্তিটির নাম-
ক)ম্যাসট্রিখট চুক্তি
খ)লিসবন চুক্তি
গ)আমস্টারডাম চুক্তি
ঘ)রোম চুক্তি
উত্তর :খ
√ক)প্যারিস, ২০১৭
খ)নিউইয়র্ক, ২০১৮
গ)লিসবন, ২০১৬
ঘ)নিউইয়র্ক, ২০১৭
উত্তর :ক
৫৫. পে-পাল কোন দেশ ভিত্তিক সংগঠন?
ক. বেলজিয়াম
খ. নেদারল্যান্ড
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর :ঘ
৫৬)ICAN কোন ধরনের সংস্থা?
ক)পরিবেশ সংস্থা
খ)স্বেচ্ছাসেবি সংস্থা
গ)মানবাধিকার সংস্থা
ঘ)পরমাণু অস্ত্র বিরোধী জোট
উত্তর :ঘ
৫৭) নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে না নিম্নের কোন সংস্থা?
ক)OPCW
খ)UNIDO
গ)IAEA
ঘ)UNCWC
উত্তর :খ
৫৮)PESCO কোন ধরনের সংগঠন?
ক)অর্থনৈতিক জোট
খ)রাজনৈতিক জোট
গ)প্রতিরক্ষা জোট
ঘ)সামরিক জোট
উত্তর :গ
৫৯)WEP এর সংস্থা প্রধান কী ধরনের ?
ক)মহাসচিব
খ)প্রেসিডেন্ট
গ)মহাপরিচালক
ঘ) নির্বাহী প্রধান
উত্তর :ঘ
৬০) COP-26 কত সালে অনুষ্ঠিত হবে?
ক) 2020 Glasgow, স্কটল্যান্ড
খ) ২০২১,ওয়ারশ পোল্যান্ড
গ) ২০২০, বন জার্মানি
ঘ) ২০২০, সুভা, ফিজি
উত্তর :ক
ক)WHO
খ)OIC
গ)INTERPOL
ঘ)ASEAN
উত্তর :ক
৬২) Wild Wide Fund for Nature এর সদর দপ্তর কোথায়?
ক)গ্লান্ড, সুইজারল্যান্ড
খ)সিউল, দক্ষিণ করিয়া
গ) রোম , ইতালি
ঘ) প্যারিস, ফ্রান্স
উত্তর :ক
৬৩. আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন-
ক.২ বছরের জন্য
খ.৫ বছরের জন্য
গ.৬ বছরের জন্য
ঘ.৩ বছরের জন্য
উত্তরঃ ঘ
৬৪. বাংলাদেশ ‘জোট নিরপেক্ষ আন্দোলন’ সংস্থার সদস্য হয় কত সালে?
ক)১৯৭২ সালে
খ)১৯৭৩ সালে
গ)১৯৭৪ সালে
ঘ)১৯৭৫ সালে
উত্তর :খ
৬৫)TI এর সদর দপ্তর কোথায়?
ক.ম্যানিলা
খ.বার্লিন
গ.ব্যাংকক
ঘ.সিঙ্গাপুর
উত্তরঃ খ
৬৬)জি-২০ সম্মেলনে ইউরপীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাবকারী দেশ-
ক)যুক্তরাষ্ট্র
খ)জার্মানি
গ)বৃটেন
ঘ)ফ্রান্স
উত্তর :ঘ
৬৭. নিচের কোনটি Group of Seven এর সদস্য?
ক)সুইডেন
খ)কানাডা
গ)নেদারল্যান্ড
ঘ)বেলজিয়াম
উত্তরঃ খ
ক)সাধারন পরিষদ
খ)নিরাপত্তা পরিষদ
গ)অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ)অছি পরিষদ
উত্তরঃ খ
৬৯. বিশ্ব খাদ্য কর্মসূচী সংস্থার সদর দপ্তর কোথায়?
ক)জেনেভা
খ)নিউইয়র্ক
গ)ভিয়েনা
ঘ)রোম
উত্তরঃ ঘ
৭০.রেডক্রস প্রতিষ্ঠিত হয়-
ক.১৮৬৪ সালে
খ.১৮৬৮ সালে
গ.১৮৬৬ সালে
ঘ.১৮৬৩ সালে
উত্তরঃ ঘ
৭১. অ্যামনেস্টি ইন্টরন্যাশনালের লক্ষ্য-
ক.শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া
খ.দুর্গতদের সহায়তা প্রদান
গ.শিশুদের সাহায্য দেয়া
ঘ.মানবাধিকার সংরক্ষণ করা
উত্তরঃ ঘ
৭২. ‘Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়?
ক.১৮০৩ সালে
খ.১৮০৫ সালে
গ.১৮০৯ সালে
ঘ.উত্তর নেই
উত্তরঃ ঘ
৭৩ ‘কেয়ার’ একটি –
ক.বাংলাদেশী এনজিও
খ.আমেরিকান এনজিও
গ.কানাডিয়ান এনজিও
ঘ.ড্যানিশ
উত্তরঃ খ
৭৪. লায়ন্স ক্লাব কে প্রতিষ্ঠা করেন?
ক.মেলনি জোন্স
খ.পিটার বেননসন
গ.হেনরী ডুনেন্ট
ঘ.পল হ্যারিস
উত্তরঃ ক
ক)১০
খ)৭
গ)৩৪
ঘ)২১
উত্তর: ঘ
৭৬.প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়ন (AU)- এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক.৬০টি
খ.৫৫টি
গ.৫২টি
ঘ.৫৪টি
উত্তরঃ খ
৭৭.প্রশ্নঃ ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এ পুনরায় যোগদান করে কোন দেশ?ক.জিম্বাবুয়ে
খ.জাম্বিয়া
গ.উগান্ডা
ঘ.মরক্কো
উত্তরঃ ঘ
৭৮.কোন দেশটি আরব লীগের অন্তর্ভূক্ত নয়?
ক.জর্ডান
খ.লেবানন
গ.ইরান
ঘ.বাহরাইন
উত্তরঃ গ
৭৯. আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি (International Criminal Court Treaty) কত সালে স্বাক্ষরিত হয়েছিল-
ক.১৯৯৭
খ.১৯৯৮
গ.১৯৯৯
ঘ.২০০১
উত্তরঃ খ
৮০ আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক.জেনেভা
খ.হেগ
গ.শিকাগো
ঘ.ব্রাসেলস
উত্তর: খ
৮১.মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়
?ক.নিউইয়র্ক
খ.প্যারিস
গ.জেনেভা
ঘ.লন্ডন
উত্তরঃ গ
৮২। ২০২০ সালে জাপানে কততম অলিম্পিক হবে ?
ক)৩৩
খ)৩২
গ)৩১
ঘ)৩০
উত্তর: খ
৮৩) বর্তমান IMF. এর রিজার্ভ মুদ্রা কতটি?
ক)৫টি
খ)৬টি
গ)৭টি
ঘ)৮টি
উত্তরঃ ক
৮৪) SDGএর সূচক কয়টি ?
ক)১৭
খ)৮
গ)১৬৯
ঘ)২২
উত্তরঃ গ
৮৫)আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য কতটি ?
ক)১০
খ)২১
গ)৭
ঘ)২৭
উত্তরঃ ঘ
৮৬)ইন্টারপোলের বর্তমান সদস্য কতটি ?
ক)১৯২
খ)১৯৪
গ)১৯৩
ঘ)১৯৫
উত্তরঃ খ
৮৭)WTO এর বর্তমান সদস্য কতটি ?
ক)১৬২
খ)১৯৪
গ)১৬৩
ঘ)১৬৪
উত্তরঃ ঘ
৮৮) OPEC এর সদর দপ্তর কোথায়?
ক. প্যারিসে
খ. লন্ডনে
গ. রিয়াদ
ঘ. ভিয়েনায়
উত্তরঃ ঘ
৮৯. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
ক)লুক্সেমবার্গ
(খ)হামবুর্গ
(গ)লিও
(ঘ)জুরিখ
উত্তরঃ ক
৯০)AIIB কবে প্রতিষ্ঠিত হয়
ক)২০১৩
খ)২০১৪
গ)২০১৫
ঘ)২০১৬
উত্তরঃ খ
৯১)কোন সংস্থা বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক শক্তি বা Emerging Tiger in Economy বলেছে?
ক)UNDP
খ)BRICS
গ)World Bank
ঘ)IMF
উত্তরঃ গ
৯২)১১তম ব্রিক্স সম্মেলন কোথায় হয় ?
ক)জিয়ামেন চীন
খ) দিল্লি ভারত
গ) রিও ডি জেনেরিও ব্রাজিল
ঘ) কেপ টাউন , দ আফ্রিকা
উত্তরঃ গ
৯৩)Carbon Trade এর ধারণা দেয় কোন প্রটোকল/ চুক্তি?
ক)প্যারিস চুক্তি
খ)কিয়োটো প্রটোকল
গ)মন্ট্রিল প্রটোকল
ঘ)কপ-১৫
উত্তরঃ খ
৯৪)উত্তর আমেরিকার মুক্ত বানিজ্য চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ খ
৯৫)যে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়–
ক. বিশ্বব্যাংক
খ. আইএফসি
গ. এশিয়ান ব্যাংক
ঘ. আইএমএফ
উত্তরঃ ঘ
৯৬)ফিফার বর্তমান সদস্য সংখ্যা
ক)১৯৫
খ)১৯৩
গ)২০১
ঘ)২১১
উত্তর ঘ
৯৭)UNESCO এর বর্তমান সদস্য সংখ্যা
ক)১৯৫
খ)১৯৩
গ)২০১
ঘ)২১১
উত্তর খ
৯৮)
ব্রিটন উডস সম্মেলন কবে হয় ?
ক)১৯৪৮
খ)১৯৪৪
গ)১৯৪৫
ঘ)১৯৪৭
৯৯)NEW Development Bank এর সদস্য সংখ্যা কত ?
ক)৭৭
খ)৫৭
গ)৫
ঘ)৭২
√ক)জেনেভা
খ)নিউইয়র্ক
গ)ভিয়েনা
ঘ)রোম
√ক)EU
খ)WTO
গ)UNCTAD
ঘ)IMF
ক)১৯৭২ সালে
√খ)১৯৭৩ সালে
গ)১৯৭৪ সালে
ঘ)১৯৭৫ সালে
ক)১৯৮৮
খ)১৯৪৫
গ)১৯৪৮
ঘ)১৯৪৯
উত্তর – ১৯৭টি
উত্তর – নেপাল
উত্তর – জার্মানি
উত্তর – 2020 Glasgow
উত্তর – Wild Wide Fund for Nature. গ্লান্ড, সুইজারল্যান্ড
উত্তর – ১৯৮৮, WMO + UNEP
উত্তর – ২২ মে ।
উত্তর – ১৯৮২ সালে
উত্তর – দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে, ২০০২ সালে।
উত্তর – G-77, AOSIS, V-20, EIG, Umbrella Group
উত্তর – ২০১১-২০২০ সালকে।
উত্তর – ডেনমার্ক ও যুক্তরাজ্য
উত্তর – ২০-২১ মে ২০১৫ নেদারল্যান্ডস-এর দি হেগ-এ অনুষ্ঠিত এক সম্মেলনে
# কিযেটো প্রটোকল স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালে; এর মাধ্যমে ৫.২%কার্বন দুষণের ব্যবস্থা করা হয়।
# ২০০০ সালে কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
# International Maritime Organization(IMO)- 1948, সদর দপ্তর London
# ১৩ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা দিবস।
# ২০১১-২০ বিশ্ব বিশ্ব জীববৈচিত্র্য দশক।
# ক্ল্যাইমেট চেঞ্জ ধারনাটি সর্বপ্রথম প্রবর্তণ করেন IPCC।
# পানি দূষণকে সকল রোগের কারণ হিসেবে চিহ্নিত করেন গ্রিক বিজ্ঞানি – হিপোক্রিটাস।
# ইকোলজির জনক – আর্নেস্ট হেইকেল।
# গ্লোবাল ওর্য়ামিং এর জনক – হোয়েল ব্রেকার।
# গ্রিন হাউস ইফেক্ট সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস বিজ্ঞানী – সোভনর্দে আরহেনিয়াস।
# পরিবেশ আন্দোলন সর্বপ্রথম শুরু করেন – ডেভিড থ্যারো।
# সবুজ বিপ্লবের জনক মার্কিন বিজ্ঞানি – নরম্যান বেলেরগ।
# শ্বেত বিপ্লবের জনক ভারতিয় বিজ্ঞানী – ভার্গাস কুরিন।
# গ্রিণবেল্ট মুভমেন্টের জনক কেনিয়ার বিখ্যাত পরিবেশ মন্ত্রী – ওয়াঙ্গেরি মাথায়।
# ২৯ জুলাই – বিশ্ব বাঘ দিবস।
# বিশেষ ধরিত্রী সম্মেলন হয় – নিউইয়র্ক, USA (১৯৯৭ সালে)।