Monday, September 9, 2024
Homeসাধারণ জ্ঞানএক নজরে দেখে নিন কে কোন বিষয়ের জনক পিডিএফ ডাউনলোড

এক নজরে দেখে নিন কে কোন বিষয়ের জনক পিডিএফ ডাউনলোড

এক নজরে দেখে নিন কে কোন বিষয়ের জনক
পিডিএফ ডাউনলোড
 
 
১।   জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
২।    প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল
৩।    রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান
৪।    পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
৫।    সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ অগাষ্ট    কোঁৎ
৬।    হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ  লুকাপ্যাসিওলি
৭।    চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ ইবনে সিনা
৮।    দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ সক্রেটিস
৯।    ইতিহাসের জনক কে?
উত্তরঃ হেরোডোটাস
১০।   ভূগোলের জনক কে?
উত্তরঃ ইরাটস থেনিস
১১।   রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ  এরিস্টটল
১২।   অর্থনীতির জনক কে?
উত্তরঃ এডাম স্মিথ
১৩।   অংকের জনক কে?
উত্তরঃ আর্কিমিডিস
১৪।   বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ থ্যালিস
১৫।   মেডিসিনের জনক কে?
উত্তরঃ হিপোক্রটিস
১৬।   জ্যামিতির জনক কে?
উত্তরঃ ইউক্লিড
১৭।   বীজ গণিতের জনক কে?
উত্তরঃ আল -খাওয়াজমী
১৮।   জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ লুই পাস্তুর
১৯।   বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ চার্লস ডারউইন
২০।   সনেটের জনক কে?
উত্তরঃ পের্ত্রাক
২১।   সামাজিক বিবর্তনবাদের জনককে?
উত্তরঃ হার্বাট স্পেন্সর
২২।   বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ গ্রেডার জোহান মেনডেল
২৩।   শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ কারোলাস লিনিয়াস
২৪।   শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ উইলিয়াম হার্ভে
২৫।   ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ আইজ্যাক নিউটন
২৬।   বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
২৭।   বাংলা কবিতার জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত
২৮।   বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৯।   বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ দীন বন্ধু মিত্র
৩০।   বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ মাইকেল মধু সুদন দত্ত
৩১।   ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ খিউ ফ্রে চসার
৩২।   মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ উইলহেম উন্ড
৩৩।   বাংলা মুক্তক ছন্দের জনক কে?
উত্তরঃ  কাজী নজরুল ইসলাম
৩৪।   বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ  হীরালাল সেন
৩৫।   বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ  রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬।   আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ জন ডাল্টন
৩৭।   আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ জন লক
৩৮।   আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ পল স্যমুয়েলসন
৩৯।   আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ রজার বেকন
৪০।   ইংরেজি নাটকের জনক কে?
উত্তরঃ শেক্সপিয়র ।
৪১। ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিন্টন জি কার্ফ
৪২। WWW এর জনক কে?
উত্তরঃ টিম বার্নাস লি
৪৩। ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন
৪৪। ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ
৪৫। আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৪৬।  কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট
৪৭। মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ  মার্টিন কুপার
৪৮। গুগলের জনক কে?
উত্তরঃ সার্জেই বিন
৪৯।  ফেসবুকের জনক কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ
৫০।  টুইটারের জনক কে?
উত্তরঃ জ্যাক ডোরসেই
৫১। ই-বুকের জনক কে?
উত্তরঃ মাইকেল এস হার্ট
 
 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
Direct Download
 
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!