সুদকষার সকল অংক করার ৬টি শর্ট টেকনিক জেনে নিন।

0
1169

সুদকষার সকল অংক করার ৬টি শর্ট

টেকনিক জেনে নিন

 
১. যখন মূলধন,সময় এবং সুদের হার দেওয়া থাকে তখন-
সুদ=(মূলধন সময়-সুদের হার)÷১০০
যেমন-
সুদের হার শতকরা সাত টাকা হলে ৬৫০টাকার ছয় বছরের সুদ হবে-
শর্টটেকনিক:
সুদ=(মূলধন*সময়*সুদের হার)÷১০০
(৬৫০*৬*৭)÷১০০=২৭৩টাকা
২. যখন সুদ,মূলধন এবং সুদের হার দেওয়া থাকবে,তখন-
সময়=(সুদ*১০০)÷(মূলধন*সুদের হার)
যেমন-
১০% হারে কত সময়ে ৫০০ টাকার সুদ ১০০টাকা হবে?
শর্টটেকনিক:
সময়=(সুদ*১০০)÷(মূলধন*সুদের হার)
=(১০০*১০০)÷(৫০০*১০)=২বছর
৩. যখন সুদে আসলে গুণ এবং সুদের হার উল্লেখ থাকে তখন-
সময়={(সুদে আসলে যতগুণ-১)÷সুদের হার}১০০
যেমন-
বার্ষিক শতকরা ১০টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
শর্টটেকনিক:
সময়={(সুদে আসলে যতগুণ-১)÷সুদের হার}১০০
{(২-১)/১০}১০০
=১০বছর
৪. যখন সুদে মূলে গুণ এবং সময় উল্লেখ থাকে তখন-
সুদের হার={(সুদে মূলে যতগুণ-১)/সময়}*১০০
যেমন- শতকরা বার্ষিক কত হার সুদে যে কোন আসল ৫ বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়?
শর্টটেকনিক:
সুদের হার={(সুদে মূলে যতগুণ-১)/সময়}*১০০
={(২-১)/৫}১০০
=২০%
৫. যখন সুদ,সময় এবং সুদের হার উল্লেখ থাকে তখন-
মূলধন=(সুদ*১০০)÷(সময়*সুদের হার)
যেমন-শতকরা বার্ষিক ৪টাকা হার সুদে কত টাকার ৬ বছরের সুদ ৮৪ টাকা হবে?
শর্টটেকনিক:
মূলধন=(সুদ*১০০)÷(সময়*সুদের হার)
=(৮৪*১০০)÷(৬*৪)=৩৫০টাকা
৬. যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায়, তখন-
আসল={হ্রাসকৃত আয়÷(১ম সুদের হার-২য় সুদের হার)সময়}১০০
যেমন-বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪/৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৮০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত ছিল?
শর্টটেকনিক:
আসল={হ্রাসকৃত আয়÷(১ম সুদের হার-২য় সুদের হার)সময়}১০০
={(৮০*১০০)÷(৫-৪/৩/৪)১
=৩২০০০টাকা
 
 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
Direct Download