BCS প্রস্তুতি গণিত সুদকষা MCQ
প্রশ্ন সমাধান
1.বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ-আসল কত হবে?
ক.৯৩২ টাকা
খ.১৫০০ টাকা
গ.১০০০ টাকা
ঘ.১২৪৫ টাকা
উত্তরঃ ক
2.শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
ক.১৫%
খ.১৪%
গ.১২%
ঘ.১০%
উত্তরঃ খ
3.শতকরা বার্ষিক কত হার সুদের ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে?
ক.৩%
খ.৪%
গ.৫%
ঘ.৬%
উত্তরঃ ঘ
4.শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ক.৩%
খ.৫%
গ.৭%
ঘ.১০%
উত্তরঃ ক
5.বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে, ৮৫০ টাকার কত বছরে মুনাফা ২৫৫ টাকা হবে?
ক.৩ বছর
খ.৪ বছর
গ.৫ বছর
ঘ.৬ বছর
উত্তরঃ গ
6.এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
ক.৮%
খ.৮.২৫%
গ.৮.৭৫%
ঘ.৮.৫০%
উত্তরঃ ঘ
7.সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১২.৫০ টাকা
খ.২০ টাকা
গ.২৫ টাকা
ঘ.১৫ টাকা
উত্তরঃ গ
8.x টাকার x% হার সরল মুনাফায় ৪ বছরে মুনাফা x টাকা হলে x =কত
ক.75 টাকা
খ.25.50 টাকা
গ.25 টাকা
ঘ.50 টাকা
উত্তরঃ গ
9.শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে?
ক.৩%
খ.৪%
গ.৫%
ঘ.৬%
উত্তরঃ ঘ
10. বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?
ক.২০০০০ টাকা
খ.২২০০০ টাকা
গ.২৪০০০ টাকা
ঘ.৩০০০০ টাকা
উত্তরঃ গ
11.বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২০ টাকা কমে গেল। তার মূলধন কত ছিল?
ক.৩২০০ টাকা
খ.৩২০০০ টাকা
গ.২৪০০০ টাকা
ঘ.৩৬০০০ টাকা
উত্তরঃ খ
12.বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার ওপর সুদ কত হবে?
ক.৫০০ টাকা
খ.৪৫০ টাকা
গ.৬০০ টাকা
ঘ.৬৫০ টাকা
উত্তরঃ খ
13.শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে?
ক.২৪ টাকা
খ.৩৬ টাকা
গ.৪৮ টাকা
ঘ.৬০ টাকা
উত্তরঃ খ
14.সুদের হার ৬ টাকা থেকে কমে ৩ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৫ টাকা কমে গেল। তার মূলধন কত?
ক.৩০০ টাকা
খ.৫০০ টাকা
গ.৬০০ টাকা
ঘ.৯০০ টাকা
উত্তরঃ খ
15.শতকরা বার্ষিক ১৫ টাকা হার মুনাফায় ৮০০০ টাকার ৬ মাসের মুনাফা কত?
ক.৫০০ টাকা
খ.৬০০ টাকা
গ.৭০০ টাকা
ঘ.৮০০ টাকা
উত্তরঃ খ
16.আবু ব্যাংকে ৯০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০ টাকা মুনাফা পেল। বার্ষিক সুদের হার কত ছিল?
ক.১৫%
খ.২৫%
গ.২০%
ঘ.১০%
উত্তরঃ ঘ
17.আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?
ক.৫৮৫ টাকা
খ.৪৯৫ টাকা
গ.৫০০ টাকা
ঘ.১৮০০ টাকা
উত্তরঃ খ
18.সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
ক.৬০০ টাকা
খ.৮০০ টাকা
গ.৭০০ টাকা
ঘ.১,০০০ টাকা
উত্তরঃ গ
19.শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?
ক.১৩৫
খ.১৩৭.৫
গ.১৩৮
ঘ.১৪৮
উত্তরঃ গ
20.শতকরা কত হার লাভে কোন আসল ১০ বছরে লাভে আসলের দ্বিগুণ হবে?
ক.১০ টাকা
খ.১২ টাকা
গ.১৫ টাকা
ঘ.২০ টাকা
উত্তরঃ ক
21. শতকরা সুদের হার ৮ টাকা থেকে বেড়ে ১২ টাকা হওয়ায় জলিল সাহেবের আয় ৪ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত?
ক.১২০০ টাকা
খ.১৪০০ টাকা
গ.১৬০০ টাকা
ঘ.১৮০০ টাকা
উত্তরঃ গ
22.শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদেমূলে তিনগুণ হবে?
ক.১০ টাকা
খ.২০ টাকা
গ.৩০ টাকা
ঘ.৪০ টাকা
উত্তরঃ খ
23.শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?
ক.৬০ টাকা
খ.১৬০ টাকা
গ.৬৪ টাকা
ঘ.৮০ টাকা
উত্তরঃ ঘ
24.বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের তিনগুণ হবে?
ক.১০ বছর
খ.২০ বছর
গ.১৫ বছর
ঘ.১২ বছর
উত্তরঃ খ
25.শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদ-আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত?
ক.২০,০০০ টাকা
খ.২৫,০০০ টাকা
গ.৩০,০০০ টাকা
ঘ.৩৫,০০০ টাকা
উত্তরঃ খ
26.প্রতিবছর শতকরা ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১,০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?
ক.১১৯০ টাকা
খ.১১৯০.৫০ টাকা
গ.১১৯৫ টাকা
ঘ.১১৯৫.৫০ টাকা
উত্তরঃ ক
27.শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মুলধন ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়?
ক.১০.০০ টাকা
খ.১২.০০ টাকা
গ.৭.৫০ টাকা
ঘ.৫.০০ টাকা
উত্তরঃ ক
28.P টাকার P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?
ক.15
খ.20
গ.25
ঘ.50
উত্তরঃ গ
29.৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে?
ক.৭০০ টাকা
খ.৭৫০ টাকা
গ.৭৭৫ টাকা
ঘ.৮০০ টাকা
উত্তরঃ খ
30.কোনো আসল ২০ বছরে সুদ-আসলে দ্বিগুণ হলে, কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ৩০ বছর
খ. ৪০ বছর
গ.৬০ বছর
ঘ.২৫ বছর
উত্তরঃ খ
31.সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১৫%
খ.২০০%
গ.২৫%
ঘ.১২.৫%
উত্তরঃ খ
32.৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে?
ক.১২০০ টাকা
খ.৯০০ টাকা
গ.১৩২০ টাকা
ঘ.১৯২০ টাকা
উত্তরঃ গ
33.শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?
ক.৫৫০
খ.৬০০
গ.৬৫০
ঘ.৭০০
উত্তরঃ গ
34.বার্ষিক ৬% সরল মুনাফায় কত টাকা ৪ বছরে সবৃদ্ধিমূল ৮০৬০ টাকা হবে?
ক.৬০০০ টাকা
খ.৬৫০০ টাকা
গ.৬৭৫০ টাকা
ঘ.৭০০০ টাকা
উত্তরঃ খ
35.৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাকা হলে সুদের হার কত হবে?
ক.১০%
খ.১২%
গ.১৪%
ঘ.১৫%
উত্তরঃ ক
36.এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
ক.১৫০ টাকা
খ.১৯০ টাকা
গ.২২৫ টাকা
ঘ.২৯০ টাকা
উত্তরঃ খ
37.৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে, সুদের হার বার্ষিক কত টাকা হবে?
ক.১০%
খ.৫%
গ.৮%
ঘ.১২%
উত্তরঃ খ
38.সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১৫ টাকা
খ.২৫ টাকা
গ.২০ টাকা
ঘ.১২.৫০ টাকা
উত্তরঃ খ
39.সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১৫ টাকা
খ.২৫ টাকা
গ.২০ টাকা
ঘ.১২.৫০ টাকা
উত্তরঃ খ
40.৫% হারে ৩০০ টাকার ৫ বছরে সুদাসল কত হয়?
ক.৩২৫
খ.৩৪৫
গ.৩৬০
ঘ.৩৭৫
উত্তরঃ ঘ
41.বার্ষিক ৬.৫% সরল সুদে ১,৬০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা?
ক.৫১০ টাকা
খ.৫২০ টাকা
গ.৫২৫ টাকা
ঘ.৫৩০ টাকা
উত্তরঃ খ
42. রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর তিনি কত সুদ পাবেন?
ক.২০৫ টাকা
খ.২৫০ টাকা
গ.২২৫ টাকা
ঘ.২৯০ টাকা
উত্তরঃ খ
43.বার্ষিক ৭% সরল সুদে ১,২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা?
ক.২ বছর
খ.৩ বছর
গ.৪ বছর
ঘ.৫ বছর
উত্তরঃ খ
44.M টাকার M% সরল সুদে ৪ বছরের সুদ M টাকা হলে M=?
ক.২০
খ.২৫
গ.৫০
ঘ.৫৫
উত্তরঃ খ
45.শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
ক.১ বছরে
খ.২০ বছরে
গ.৫ বছরে
ঘ.১০০ বছরে
উত্তরঃ খ
46.মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
ক.৪০ টাকা
খ.৩২ টাকা
গ.১৬০ টাকা
ঘ.২০ টাকা
উত্তরঃ গ
47.সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১২.৫০ টাকা
খ.২৫ টাকা
গ.২০ টাকা
ঘ.১৫ টাকা
উত্তরঃ খ
48.৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?
ক.৫%
খ.৯%
গ.৪%
ঘ.৭%
উত্তরঃ ক
আরো পড়ুনঃ
গণিতের শর্টকাট টেকনিকে শিখুন সকল সমস্যা সমাধান করুন
Mathematical shortcut technique
বর্গ বর্গমূল, ঘন ঘনমূল দশমিক সংখ্যার বর্গমূল
বীজগণিত ও পাটিগণিতের সকল সূত্র পিডিএফ ডাউনলোড
ক্যালকুলেটর ছাড়া গণিত এর অংক করার সহজ কৌশল
গণিতের গুরুত্বপূর্ণ ৩০টি শর্টকার্ট টেকনিক
গণিত MCQ প্রশ্নের অপশন থেকে সহজেই উওর বের করার টেকনিক
বিসিএস পাটি গণিত প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
ঐকিক নিয়ম অংক করার শর্টকার্ট পদ্ধতি
ত্রিকোণোমিতি থেকে বিভিন্ন চাকরীর পরীক্ষায় আসা প্রশ্নের শর্টকাট
গণিতের ১৪০টি ইংরেজি শব্দের বাংলা অর্থ
শাহীন’স শর্টকাট এন্ড ব্রড ম্যাথ রিভিউ
ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলি