BCS প্রস্তুতি গণিত লাভ ও ক্ষতি
MCQ প্রশ্ন সমাধান
1.৫টি লিচু যে দরে ক্রয় করা হয়, ৪টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক.৩০% ক্ষতি
খ.২৫% লাভ
গ.১০% লাভ
ঘ.২০% লাভ
উত্তরঃ খ
2.টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা লাভ হবে-
ক.৩০%
খ.১৫%
গ.৫০%
ঘ.৩৫%
উত্তরঃ গ
3.মানিকের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১,৮৫৩ টাকা হলো। মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল?
ক.১,৬৫০ টাকা
খ.১,৬০০ টাকা
গ.১,৭০০ টাকা
ঘ.১,৭৫০ টাকা
উত্তরঃ গ
4.৫০টি কলম ২০০ টাকায় কিনে ২৫টি কলম ৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক.কোনো লাভ বা ক্ষতি হবে না
খ.ক্ষতি ৫০%
গ.ক্ষতি ১০%
ঘ.লাভ ১০%
উত্তরঃ খ
5.একটি কবিতার বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
ক.১০০ টাকা
খ.১০৫ টাকা
গ.৯৫ টাকা
ঘ.১০২ টাকা
উত্তরঃ ঘ
6.একজন বিক্রেতা ১১০ টাকা কেজি দরের কিছু চায়ের সাথে ১০০ টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশিয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করে। বিক্রেতা দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল।
ক.১০০
খ.৮০
গ.৫০
ঘ.৬০
উত্তরঃ খ
7.এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
ক.৭৫
খ.৮০
গ.৮৫
ঘ.৯০
উত্তরঃ খ
8.টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক.২৫% লাভ হবে
খ.২৫% ক্ষতি হবে
গ.৩০% লাভ হবে
ঘ.লাভ বা ক্ষতি কিছুই হবে না
উত্তরঃ ঘ
9.একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
ক.৪%
খ.৫%
গ.৭%
ঘ.৮%
উত্তরঃ খ
10.একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
ক. ১৮:২৫
খ. ২০:২৫
গ. ২৪:২৫
ঘ. ১৯:২৫
উত্তরঃ ঘ
11.ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য কত?
ক.১১২ টাকা
খ.৩৬২ টাকা
গ.৩৯২ টাকা
ঘ.৩৮৬ টাকা
উত্তরঃ গ
12.১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক.৫
খ.৬
গ.৭
ঘ.৪
উত্তরঃ ক
13.একটি জিনিস ১২৬ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক.১৩৮.৬ টাকা
খ.১১৩.৪ টাকা
গ.১৫০ টাকা
ঘ.১৬০.২ টাকা
উত্তরঃ ক
14.একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করাতে ১০% ক্ষতি হয়, কলমটির ক্রয়মূল্য কত?
ক.২৪৩ টাকা
খ.২৭৩ টাকা
গ.২৯৭ টাকা
ঘ.৩০০ টাকা
উত্তরঃ ঘ
15.একটি জিনিস ৬০ টাকা বিক্রি করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক.৪০ টাকা
খ.৫০ টাকা
গ.৬০ টাকা
ঘ.৮০ টাকা
উত্তরঃ খ
16.প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
ক.৩০ টাকা
খ.২৫ টাকা
গ.২৭.৫০ টাকা
ঘ.২৮ টাকা
উত্তরঃ ক
17.৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলা কত টাকায় বিক্রি করতে হবে?
ক.৮ টাকা
খ.৭ টাকা
গ.৬ টাকা
ঘ.৫ টাকা
উত্তরঃ ঘ
18.২০ টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক.২০%
খ.১২.৫%
গ.১৫%
ঘ.১০%
উত্তরঃ ক
19.একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?
ক.১২০
খ.১৫০
গ.২০০
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ খ
20.৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক.৪৫%
খ.৪৮.৫০%
গ.৫২.৭৫%
ঘ.৫৬.২৫%
উত্তরঃ ঘ
21.১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে, ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক.৩০%
খ.৩৪%
গ.৪০%
ঘ.৪৪%
উত্তরঃ ঘ
22.একটি দ্রব্য ১৮০ টাকা বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক.১৯০ টাকা
খ.২০০ টাকা
গ.২২০ টাকা
ঘ.৫২০ টাকা
উত্তরঃ গ
23.ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫:৬ হলে, লাভ কত?
ক.২০%
খ.২১%
গ.২৫%
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ ক
24.একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?
ক.২০০ টাকা
খ.২২০ টাকা
গ.২৩০ টাকা
ঘ.২৪০ টাকা
উত্তরঃ ঘ
25.প্রতি বছর শতকরা ৮ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?
ক.১৬০ টাকা
খ.১৬৫ টাকা
গ.১৬৬.৪ টাকা
ঘ.১৭০ টাকা
উত্তরঃ ক
26.নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক.২০০ টাকা
খ.৩০০ টাকা
গ.১৬০ টাকা
ঘ.২২০ টাকা
উত্তরঃ ক
27.১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয়মূল্যের সামান। লাভের হার কত?
ক.৬০%
খ.৫০%
গ.৪০%
ঘ.৩৫%
উত্তরঃ খ
28.টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক.৩ টা
খ.৪ টা
গ.৫ টা
ঘ.৬ টা
উত্তরঃ গ
29.একজন বিক্রেতা একটি জিনিস ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক.৫০ টাকা
খ.৫২ টাকা
গ.৫৪ টাকা
ঘ.৫৫ টাকা
উত্তরঃ ক
30.একজন দোকান মালিক সাধারণত ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তার শতকরা লাভ কত?
ক.২২%
খ.২৬%
গ.৩০%
ঘ.৩৬%
উত্তরঃ খ
31.একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
ক.১০%
খ.১২%
গ.১৪%
ঘ.১৫%
উত্তরঃ ক
32.ক্রয় মূল্য : বিক্রয় মূল্য = ৫:৬; এতে শতকরা কত লাভ হয়?
ক.২০%
খ.৪০%
গ.১০%
ঘ.১৫%
উত্তরঃ ক
33.বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?
ক.৭৫০০/-
খ.৮৫০০/-
গ.৯০০০/-
ঘ.৯২০০/-
উত্তরঃ খ
34.কবির ৩০০ টি কলা কিরলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিল। সে ক্রয়মূল্যের উপর শতকরা কত টাকা লাভ করলো?
ক.৪০%
খ.৫০%
গ.৬০%
ঘ.৮০%
উত্তরঃ ঘ
35.জাকারিয়া ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিলে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?
ক.২৭২৫ টাকা
খ.৩০০০ টাকা
গ.৩১২৫ টাকা
ঘ.৩২০০ টাকা
উত্তরঃ গ
36.সামাদ সাহেবের মাসিক বেতন ১২০০ টাকা। এক বছর পর তার বেতন ১১% বৃদ্ধি পেল। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন?
ক.১২০৭৫ টাকা
খ.১৩৩২০ টাকা
গ.১৬০০০ টাকা
ঘ.১৪৪০০ টাকা
উত্তরঃ খ
37.টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২৫% ক্ষতি হয়? ৫০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?
ক.৫টি
খ.৬টি
গ.৭টি
ঘ.৮টি
উত্তরঃ খ
38.১০ টাকায় ১২টি করে কোনো জিনিস ক্রয় করে ১০ কাটায় ৮টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক.৫০% লাভ
খ.৩৫% লাভ
গ.২৫% লাভ
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ ক
39.একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
ক.১৫০ টাকা
খ.১২০ টাকা
গ.১৬০ টাকা
ঘ.১০০ টাকা
উত্তরঃ ক
40.আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?
ক.১২০০০০ টাকা
খ.১২০০০ টাকা
গ.১৩০০০০ টাকা
ঘ.উপরের কোনোটিই নয়
উত্তরঃ ক
41.টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা লাভ হবে-
ক.৩০%
খ.১৫%
গ.৫০%
ঘ.৩৫%
উত্তরঃ গ
42.গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?
ক.৬ টাকা
খ.৭ টাকা
গ.৮ টাকা
ঘ.৯ টাকা
উত্তরঃ ঘ
43.একটি কলম ৫০ টাকায় ক্রয় করে, ৫৬ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?
ক.৮%
খ.৯%
গ.১০%
ঘ.১২%
উত্তরঃ ঘ
44.৫০ টাকায় আম কিনে ১৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ-
ক.২০০%
খ.১৫০%
গ.৩০০%
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ ক
45.১২০০ টাকায় কিনে ১৫০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ-
ক.১০%
খ.১৫%
গ.২০%
ঘ.২৫%
উত্তরঃ ঘ
আরো পড়ুনঃ
গণিতের শর্টকাট টেকনিকে শিখুন সকল সমস্যা সমাধান করুন
Mathematical shortcut technique
বর্গ বর্গমূল, ঘন ঘনমূল দশমিক সংখ্যার বর্গমূল
বীজগণিত ও পাটিগণিতের সকল সূত্র পিডিএফ ডাউনলোড
ক্যালকুলেটর ছাড়া গণিত এর অংক করার সহজ কৌশল
গণিতের গুরুত্বপূর্ণ ৩০টি শর্টকার্ট টেকনিক
গণিত MCQ প্রশ্নের অপশন থেকে সহজেই উওর বের করার টেকনিক
বিসিএস পাটি গণিত প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
ঐকিক নিয়ম অংক করার শর্টকার্ট পদ্ধতি
ত্রিকোণোমিতি থেকে বিভিন্ন চাকরীর পরীক্ষায় আসা প্রশ্নের শর্টকাট
গণিতের ১৪০টি ইংরেজি শব্দের বাংলা অর্থ
শাহীন’স শর্টকাট এন্ড ব্রড ম্যাথ রিভিউ
ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলি