Sunday, May 19, 2024
HomePDF ডাউনলোডBCS প্রস্তুতি গণিত শতকরা MCQ প্রশ্ন সমাধান

BCS প্রস্তুতি গণিত শতকরা MCQ প্রশ্ন সমাধান

BCS প্রস্তুতি গণিত শতকরা MCQ

প্রশ্ন সমাধান

 

1. ১৫০ এর ১০% কত?
ক. ১.৫
খ. ১৫০
গ. ১০
ঘ. ১৫
উত্তরঃ  ঘ
2.৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
ক.২০০
খ.৩০০
গ.১০০
ঘ.৪০০
উত্তরঃ  খ
3.৩৭৫ এর ২০% = কত?
ক.৭৫
খ.৬২.০
গ.৬০.০
ঘ.৩৭.০
উত্তরঃ  ক
4.কোন সংখ্যার ৭৫% = ৩।
ক.৮
খ.১৬
গ.২
ঘ.৪
উত্তরঃ  ঘ
5.৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
ক.২৫%
খ.৩০%
গ.৩২%
ঘ.৪০%
উত্তরঃ  খ        
6.২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
ক.৬০
খ.৬৫
গ.৭০
ঘ.৭৫
উত্তরঃ  ঘ
7.৮০জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?
ক.৪৫%
খ.৩০%
গ.৫৫%
ঘ.৪০%
উত্তরঃ  ক
8.চিনির মূল্য ২০% কমে পেল কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
ক.৫% কমলো
খ.৫% বাড়লো
গ.৪% কমলো
ঘ.৪% বাড়লো
উত্তরঃ  গ
9.০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
ক.৮০%
খ.৬০%
গ.২০%
ঘ.৪০%
উত্তরঃ  ঘ
10.৪৫০ এর ২২% = কত?
ক.৬৬
খ.৭৭
গ.৮৮
ঘ.৯৯
উত্তরঃ  ঘ
11.১০.৪ এর ২.৫% = কত?
ক.০.২৬
খ.০.০২৬
গ.০.০০২৬
ঘ.০.০০০২৬
উত্তরঃ  ক
12.১২.৫ এর ১.৩%=কত?
ক.০.১৬২৫
খ.১.৬২৫
গ.০.০১৬২৫
ঘ.০.০০১৬২৫
উত্তরঃ  ক
13.৮৪০ এর ৭.৫% =?
ক.৭৭
খ.৭৩
গ.৬৫
ঘ.৬৩
উত্তরঃ  ঘ
14.১৬০-এর ১১/৫৬ ভাগের ৩৫% কত?
ক.১৪
খ.১২
গ.১১
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ  গ
15.০.০৫ এর ৩% কত?
ক.১৫%
খ.০.১৫%
গ.১.৫%
ঘ.০.০০১৫%
উত্তরঃ  খ        
16.কোন সংখ্যার ৭৫% সমান ৯০ ?
ক.১০০
খ.১১০
গ.১১৫
ঘ.১২০
উত্তরঃ  ঘ
17.রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬,০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?
ক.১২,০০০
খ.৩,৬০০
গ.১০,০০০
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ  ঘ
18.কোন সংখ্যার ৫% হয় ২৫?
ক.১৫০
খ.২৫০
গ.৫০০
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ  গ
19.৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%?
ক.৫০
খ.৬০
গ.৭০
ঘ.৮০
উত্তরঃ  ঘ
20.৪৫ কোন সংখ্যার ৬০%?
ক.৬০
খ.৯০
গ.৮০
ঘ.৭৫
উত্তরঃ  ঘ
21.নিচের কোনটি ৪৮:৬০ এর শতকরায় প্রকাশ?
ক. ৪৮%
খ. ৬০%
গ. ৭৫%
ঘ. ৮০%
উত্তরঃ  ঘ
22.একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয়, সংখ্যাটি কত?
ক. ৯
খ. ৫০
গ. ৪০
ঘ. ৮০
উত্তরঃ  ঘ
23 . একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?
ক. ১২০
খ. ১০০০
গ. ৭২০
ঘ. ৮০০
উত্তরঃ  ঘ
24. কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
ক. ১.৫০
খ. ২.৫০
গ. ৩.০০
ঘ. ৪.০০
উত্তরঃ  ক
25.একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?
ক. ৯০%
খ. ৮০%
গ. ৭৫%
ঘ. ৫০%
উত্তরঃ  ক  
26.৭২০ এর ৬.৫%=?
ক.৩৭
খ. ৪৬.৮
গ. ৫৬.৪
ঘ. ৪৯
উত্তরঃ  খ
27.চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলনা। ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?
ক. ২০%
খ. ১৫%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তরঃ  গ
28. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক. ২০%
খ. ১১%
গ. ১৬%
ঘ. ৯%
উত্তরঃ  ক
29. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
ক. ১২০%
খ. ১৪০%
গ. ১২৫%
ঘ. ১৫০%
উত্তরঃ  ঘ
30.যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক. ২০%
খ. ১১%
গ. ১৬%
ঘ. ৯%
উত্তরঃ  ক
31. ৫৪০ এর ৮.৫% =?
ক. ৪৪
খ. ৪৫
গ. ৪৬
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ  ঘ
32.কোনো পরীক্ষায় ৮০% গণিতে ও ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে ফেল করল কতজন?
ক. ৫%
খ. ১০%
গ. ১৫%
ঘ. ২০%
উত্তরঃ  খ
            
       
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!