Monday, February 6, 2023
Homeসাধারণ জ্ঞানবিসিএস সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ MCQ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী...

বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ MCQ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী PDF Download।

BCS সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ MCQ 

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

পিডিএফ ডাউনলোড

 

১. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
ক.১৭টি
খ.২০টি
গ.১৬টি
ঘ.১৯টি
উত্তরঃ 
২. বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
ক.বরিশাল
খ.চট্টগ্রাম
গ.খুলনা
ঘ.সিলেট
উত্তরঃ 
৩. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক.১টি
খ.২টি
গ.৩টি
ঘ.৪টি
উত্তরঃ 
৪. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কবে উৎক্ষেপণ করা হয়?
ক.১১ মে ২০১৮
খ.১৫ আগস্ট ২০১৭
গ.১৬ ডিসেম্বর ২০১৭
ঘ.১০ জানুয়ারি ২০১৮
উত্তরঃ 
৫. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের –
ক.২০°৩৮’- ২৬°৩৮’
খ.২১°৩১’- ২৬°৩৩’
গ.২২°৩৪’- ২৬°৩৮’
ঘ.২০°২০’- ২৫°২৬’
উত্তরঃ 
৬. মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
ক.উত্তরপূর্ব
খ.পুর্ব
গ.দক্ষিণপূর্ব
ঘ.
উত্তরঃ 
৭. বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?
ক.মিয়ানমার
খ.থাইল্যান্ড
গ.নেপাল
ঘ.দক্ষিণ কোরিয়া
উত্তরঃ 
৮. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক.৭টি
খ.৬টি
গ.৪টি
ঘ.৫টি
উত্তরঃ 
৯. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
ক.৩৩০০ কিলোমিটার
খ.৩৫৩৭ কিলোমিটার
গ.৩৭১৫ কিলোমিটার
ঘ.৩৯৩৫ কিলোমিটার
উত্তরঃ 
১০. বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
ক.যশোর
খ.চাঁপাই নবাবগঞ্জ
গ.কক্সবাজার
ঘ.দিনাজপুর
উত্তরঃ 
১১.  বাংলাদেশের উত্তরে অবস্থিত?
ক.নেপাল ও ভুটান
খ.পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
গ.পশ্চিমবঙ্গ ও কুচবিহার
ঘ.পশ্চিমবঙ্গ ও আসাম
উত্তরঃ 
১২.  বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
ক.৪৫০ মাইল
খ.৪৬০ মাইল
গ.৪৪৫ মাইল
ঘ.৪৩৫ মাইল
উত্তরঃ 
১৩.  বর্তমান (অক্টোবর ২০১৭) অর্থ সচিব কে?
ক.সুরাইয়া বেগম
খ.সুরাইয়া বেগম
গ.মোহাম্মদ মুসলিম চৌধুরী
ঘ.শহীদুল হক
উত্তরঃ 
১৪.  কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
ক.১৮৫৫ সালে
খ.১৮৪০ সালে
গ.১৮৪৬ সালে
ঘ.১৮৪৮ সালে
উত্তরঃ 
১৫.  ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?
ক.মেঘালয়
খ.আসাম
গ.ত্রিপুরা
ঘমনিপুর
উত্তরঃ 
১৬.  বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
ক.খাগড়াছড়ি
খ.বান্দরবান
গ.কুমিল্লা
ঘ.রাঙ্গামাটি
উত্তরঃ 
১৭.  বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
ক.৪৭১৯ কি.মি.
খ.৪৮০৫ কি.মি.
গ.৫০৪০ কি.মি.
ঘ.৪৫০০ কি.মি.
উত্তরঃ 
১৮.  কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
ক.ঠাকুরগাঁও
খ.রংপুর
গ.নওয়াবগঞ্জ
ঘ.বাগেরহাট
উত্তরঃ 
১৯. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই ?
ক.আসাম
খ.মিজোরাম
গ.ত্রিপুরা
ঘ.নাগাল্যান্ড
উত্তরঃ 
২০.  কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
ক.চীন
খ.রাশিয়া
গ.ভারত
ঘ.জাপান
উত্তরঃ 
২১.   বর্তমানে (২০১৭) দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি?
ক.৩৪ টি
খ.২০ টি
গ.৪০ টি
ঘ.৩৫ টি
উত্তরঃ 
২২.   শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
ক.৩০ জুন ২০১৫
খ.২৫ জুন ২০১৫
গ.৫ জুলাই ২০১৫
ঘ.৩ জুলাই ২০১৫
উত্তরঃ 
২৩.   দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
ক.এলিজা শারমিন
খ.ফারজানা ইসলাম
গ.কামরুন নাহার
ঘ.বেগম কবিতা খানম
উত্তরঃ 
২৪.   ১ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
ক.এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
খ.মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
গ.সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
ঘ.কোনটিই নয়
উত্তরঃ 
২৫.   দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশাযানে উৎক্ষেপণ করা হয়?
ক.ফ্যালকন-৫
খ.ফ্যালকন-৯
গ.নভোতরী-১০
ঘ.কোনটিই নয়
উত্তরঃ 
২৬.   ৬ জুন ২০১৭ কোন আর্থিক প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হয়?
ক.বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি
খ.মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
গ.সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড
ঘ.অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি লিমিটেড
উত্তরঃ 
২৭.   বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল–
ক.জানুয়ারি-মার্চ ১৯৭৩
খ.মার্চ-এপ্রিল ১৯৭৩
গ.মে-জুন ১৯৭৩
ঘ.জুন-জুলাই ১৯৭৩
উত্তরঃ 
২৮. ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
ক.ত্রিপুরা
খ.নাগাল্যান্ড
গ.আসাম
ঘ.মিজোরাম
উত্তরঃ 
২৯. বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
ক.ঢাকা – ফেনী
খ.বরিশাল – ঢাকা
গ.আলিকদম – থানচি
ঘ.চট্টগ্রাম – কক্সবাজার
উত্তরঃ 
৩০. ১১ জানুয়ারি ২০১৭প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geographical Heritage) ঘোষণা করা হয় কোন স্থান কে?
ক.কালিয়াকৈয়র, গাজীপুর
খ.জাফলং, সিলেট
গ.ঝিলংজা, কক্সবাজার
ঘ.কোনটিই নয়
উত্তরঃ 
৩১.  বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?
ক.৫৪,৫০১ বর্গমাইল
খ.৫৬,৫০১ বর্গমাইল
গ.৫৭,৪০১ বর্গমাইল
ঘ.৫৮,৫০১ বর্গমাইল
উত্তরঃ 
৩২.  বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
ক.৫২৮২ কি.মি.
খ.৫১৩৮ কি.মি.
গ.৫৩২০ কি.মি.
ঘ.৫০৪২ কি.মি.
উত্তরঃ 
৩৩.  টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত?
ক.৯০ বর্গ কিমি
খ.১১০ বর্গ কিমি
গ.১০০ বর্গ কিমি
ঘ.৮৫ বর্গ কিমি
উত্তরঃ 
৩৪. জাফলং ভূতাত্ত্বিক ঐতিহ্য-এর আয়তন কত?
ক.২২.১০ একর
খ.২২.৫৯ একর
গ.২৩.২৫ একর
ঘ.২৩.১০ একর
উত্তরঃ 
৩৫.  সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
ক.মেঘালয়
খ.আসাম
গ.নাগাল্যান্ড
ঘ.মনিপুর
উত্তরঃ 
৩৬.  ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
ক.রাঙামাটি
খ.বান্দরবন
গ.মৌলভীবাজার
ঘ.সিলেট
উত্তরঃ 
৩৭. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
ক.বান্দরবান
খ.চাঁপাইনবাবগঞ্জ
গ.পঞ্চগড়
ঘ.দিনাজপুর
উত্তরঃ 
৩৮.  বাংলাদেশের সাথে ভারতের সীমান কত?
ক.৫১৩৮ কি.মি
খ.৪৩৭১ কি.মি
গ.৪১৫৬ কি.মি
ঘ.৩৯৭৮ কি.মি
উত্তরঃ 
৩৯.  কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
ক.১ জুলাই ২০১৪
খ.১ জুন ২০১৫
গ.১ জুলাই ২০১৫
ঘ.২৫ জুন ২০১৫
উত্তরঃ 
৪০.  শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
ক.সিলেট
খ.খুলনা
গ.মৌলভীবাজার
ঘ.চট্টগ্রাম
উত্তরঃ 
৪১. বর্তমানে (২০১৫) দেশে স্থলবন্দর কতটি?
ক.১৯ টি
খ.১৭ টি
গ.২২ টি
ঘ.২৫ টি
উত্তরঃ 
৪২. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক.১০ জুলাই ২০১৫
খ.৮ জুলাই ২০১৫
গ.৫ জুলাই ২০১৫
ঘ.১ জুলাই ২০১৫
উত্তরঃ 
৪৩. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
ক.২৮
খ.৩০
গ.৩১
ঘ.৩৫
উত্তরঃ 
৪৪. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
ক.১১.২ কিমি
খ.১২.২ কিমি
গ.১১.৮ কিমি
ঘ.১২.৮ কিমি
উত্তরঃ 
৪৫. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক.১২
খ.১৪
গ.১৬
ঘ.১০
উত্তরঃ 
৪৬. কর্কটক্রান্তি রেখা –
ক.বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
খ.বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
গ.বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
ঘ.বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত
উত্তরঃ 
৪৭. পঞ্চম আদমশুমারি তথ্য অনুযায়ী জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
ক.মেহেরপুর
খ.খাগড়াছড়ি
গ.বান্দরবান
ঘ.কুড়িগ্রাম
উত্তরঃ 
৪৮. বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
ক.২২°-৩০’ ২০°-৩৪’ দক্ষিণ অক্ষাংশে
খ.৮০°-৩১’ ৪০°-৯০’ দ্রাঘিমাংশে
গ.৩৪°-২৫’ ৩৮’ উত্তর অক্ষাংশে
ঘ.৮৮°০১’ থেকে ৯২° ৪১’ পূর্ব দ্রাঘিমাংশে
উত্তরঃ 
৪৯. বর্তমানে (২০১৬) বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ?
ক.২০.২১%
খ.১৯.২৭%
গ.১৫.৭৫%
ঘ.১৭.৬২%
উত্তরঃ 
৫১. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য –
ক.২০৬ কিলোমিটার
খ.২৩৬ কিলোমিটার
গ.২৬০ কিলোমিটার
ঘ.২৮০ কিলোমিটার
উত্তরঃ 
৫২.  বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে সরকার কি নামে তহবিল গঠন করবে?
ক.বাংলাদেশ রিজার্ভ ব্যাংক তহবিল
খ.বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল
গ.বাংলাদেশ বৈদেশিক সম্পদ তহবিল
ঘ.বাংলাদেশ রিজার্ভ সম্পদ তহবিল
উত্তরঃ 
৫৩.  বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?
ক.চট্টগ্রাম
খ.কক্সবাজার
গ.রাঙ্গামাটি
ঘ.পটুয়াখালী
উত্তরঃ 
৫৪.  বাংলাদেশের মোট আয়তন –
ক.১,৪৭,৭৭০ বর্গ কি.মি.
খ.১,৪৬,৭৮০ বর্গ কি.মি.
গ.১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
ঘ.১,৪৬,৮৫০ বর্গ কি.মি.
উত্তরঃ 
৫৫.  বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
ক.৭১১ কি.মি.
খ.৭২৪ কি.মি.
গ.৭৮০ কি.মি.
ঘ.৮৬৫ কি.মি.
উত্তরঃ 
৫৬.  উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক.২৫০ নটিক্যাল মাইল
খ.২০০ নটিক্যাল মাইল
গ.২২৫ নটিক্যাল মাইল
ঘ.২১২ নটিক্যাল মাইল
উত্তরঃ 
৫৭.  দেশের ২২তম স্থলবন্দর কোনটি?
ক.ছাতক
খ.আখাউড়া
গ.বিয়ানীবাজার
ঘ.শেওলা
উত্তরঃ 
৫৮.  বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়–
ক.খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
খ.বগুড়া কৃষি বিশ্ববিদ্যালয়
গ.শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
ঘ.সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরঃ 
৫৯.  ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?
ক.আসাম
খ.মেঘালয়
গ.মিজোরাম
ঘ.মনিপুর
উত্তরঃ 
৬০. বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
ক.মোস্তফা জাব্বার
খ.হাফিজউদ্দিন মিয়া
গ.আব্দুল জাব্বার
ঘ.উপরের কেউ না
উত্তরঃ 
৬১.  বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ?
ক.৫৫০০ মাইল
খ.৪৪২৪ মাইল
গ.৩২২০ মাইল
ঘ.২৯২৮ মাইল
উত্তরঃ 
৬২. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
ক.জানুয়ারি,১৯৬৮
খ.মার্চ,১৯৬৮
গ.এপ্রিল,১৯৬৮
ঘ.মে,১৯৬৮
উত্তরঃ 
৬৩. বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
ক.অষ্টম শতাব্দী
খ.দশম শতাব্দী
গ.দ্বাদশ শতাব্দী
ঘ.ত্রয়োদশ শতাব্দী
উত্তরঃ 
৬৪. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
ক.অশোক মৌর্য
খ.চন্দ্রগুপ্ত মৌর্য্য
গ.সমুদ্র গুপ্ত
ঘ.এর কোনটিই না
উত্তরঃ 
৬৫. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
ক.ভারত ও ভুটান
খ.ভারত ও মালদ্বীপ
গ.ভারত ও নেপাল
ঘ.ভারত ও মায়ানমার
উত্তরঃ 
৬৬. কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
ক.আকবর
খ.শাহজাহান
গ.বাবর
ঘ.জাহাঙ্গীর
উত্তরঃ 
৬৭. পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
ক.গোপাল
খ.ধর্মপাল
গ.দেবপাল
ঘ.রামপাল
উত্তরঃ 
৬৮. আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল –
ক.১৭ বছর
খ.১৬ বছর
গ.১৩ বছর
ঘ.১৪ বছর
উত্তরঃ 
৬৯. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক –
ক.লর্ড ক্লাইভ
খ.লর্ড ওয়েলেসলি
গ.লর্ড মিন্টো
ঘ.লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ 
৭০. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
ক.ক্লাইভ
খ.ডালহৌসি
গ.ওয়েলেসলী
ঘ.জব চার্নিক
উত্তরঃ 
৭১. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ( All Parties State Language Movement Committee’ was formed in)
ক.1948
খ.1950
গ.1952
ঘ.1954
উত্তরঃ 
৭২. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
ক.শামসউদ্দিন ফিরোজ শাহ্‌
খ.হাজী ইলিয়াস শাহ্‌
গ.হোসাইন শাহ্‌
ঘ.ফখরুদ্দিন মোবারক শাহ্‌
উত্তরঃ 
৭৩. বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?
ক.১২১২
খ.১২০০
গ.১২০৪
ঘ.১২১১
উত্তরঃ 
৭৪. পাল বংশের প্রথম রাজা কে?
ক.গোপাল
খ.দেবপাল
গ.মহীপাল
ঘ.রামপাল
উত্তরঃ 
৭৫. কে ভাষা শহীদ নন?
ক.নূর হোসেন
খ.রফিক
গ.জব্বার
ঘ.সালাম
উত্তরঃ 
৭৬. ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
ক.১৯৭০ সালে
খ.১৯৬৬ সালে
গ.১৯৬৫ সালে
ঘ.১৯৬৯ সালে
উত্তরঃ 
৭৭. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক.৩১ জানুয়ারী ১৯৫২
খ.২ ফেব্রুয়ারী ১৯৫২
গ.১৮ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ.২০ জানুয়ারী ১৯৫২
উত্তরঃ 
৭৮. বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন –
ক.মোহাম্মদ আলী জিন্নাহ
খ.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ.লিয়াকত আলী খান
ঘ.এ, কে ফজলুল হক
উত্তরঃ 
৭৯. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন –
ক.জওহরলাল নেহেরু
খ.মহাত্না গান্ধী
গ.অক্টোভিয়ান হিউম
ঘ.ইন্দিরা গান্ধী
উত্তরঃ 
৮০. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ –
ক.মঙ্গোলয়েড
খ.সেমাটিড
গ.অস্ট্রালয়েড
ঘ.ককেশীয়
উত্তরঃ 
৮. তেভাগা আন্দোলনের নেত্রী –
ক.সুমত্রা দেবী
খ.তারামন বিবি
গ.ইলা মিত্র
ঘ.মহাশ্বেতা দেবী
উত্তরঃ 
৮২. নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে?
ক.মৌর্য বংশ
খ.গুপ্ত বংশ
গ.পাল বংশ
ঘ.সেন বংশ
উত্তরঃ 
৮৩. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ক.১৬৬০
খ.১৭০৭
গ.১৭৫৭
ঘ.১৭৬৪
উত্তরঃ 
৮৪. ‘অন্ধকুপ হত্যা’ কাহিনী কার তৈরী?
ক.হলওয়েল
খ.মীর জাফর
গ.ক্লাইভ
ঘ.কর্ণওয়ালিস
উত্তরঃ 
৮৫. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক.মুসলিম লীগ
খ.কংগ্রেস
গ.ন্যাপ
ঘ.যুক্তফ্রন্ট
উত্তরঃ 
৮৬. ‘এগার দফা’ কখন ঘোষণা হয়?
ক.১৯৬৭
খ.১৯৬৮
গ.১৯৬৯
ঘ.১৯৭০
উত্তরঃ 
৮৭. who was the last mughal Emperor ?
ক.Humayan
খ.Bahadur Shah
গ.Shahjahan
ঘ.Akbar
উত্তরঃ 
৮৮. ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
ক.পলাশীর যুদ্ধে
খ.চৌসারের যুদ্ধে
গ.পানিপথের প্রথম যুদ্ধে
ঘ.পানিপথের দ্বিতীয় যুদ্ধে
উত্তরঃ 
৮৯. ব্রিটিশ শাসনআমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ?
ক.১৭৫৭
খ.১৯০৫
গ.১৮৭৫
ঘ.১৯১১
উত্তরঃ 
৯০. নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি?
ক.জয়েন উদ্দিন
খ.আলীবর্দী খাঁ
গ.শওকত জং
ঘ.হায়দার আলী
উত্তরঃ 
৯১. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
ক.এগার দফা
খ.একুশ দফা
গ.ছয় দফা
ঘ.আটার দফা
উত্তরঃ 
৯২. শাহ্‌জাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
ক.মুরাদ
খ.সুজা
গ.দারা
ঘ.আওরঙ্গজেব
উত্তরঃ 
৯৩. বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
ক.ইসলাম খান
খ.মুশির্দকুলী খাঁ
গ.শায়েস্তা খাঁ
ঘ.আলীবর্দি খাঁ
উত্তরঃ 
৯৪. কোন যুদ্দের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পওন ঘটেছিল ?
ক.পানিপথের প্রথম যুদ্ধ
খ.পানিপথের দ্বিতীয় যুদ্ধ
গ.দ্বিতীয় তরাইনের যুদ্ধ
ঘ.পানিপথের তৃতীয় যুদ্ধ
উত্তরঃ 
৯৫. ‘বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রর্বতন করা হয় কোন সালে?
ক.১৭০০
খ.১৭৬২
গ.১৯৬৫
ঘ.১৭৯৩
উত্তরঃ 
৯৬. কি কারণে বাংলাদেশ হতে নীলচাষ বিলুপ্ত হয়?
ক.নীলচাষ নিষিদ্ধ করার ফলে
খ.নীলকরদের অত্যাচারের ফলে
গ.নীলচাষীদের বিদ্রোহের ফলে
ঘ.কৃত্রিম নীল আবিষ্কারের ফলে
উত্তরঃ 
৯৭. শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
ক.দিল্লি
খ.আগ্রা
গ.ইয়াঙ্গুন
ঘ.লাহোর
উত্তরঃ 
৯৮. কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন –
ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ.মোহাম্মদ আলী জিন্নাহ
গ.এ, কে ফজলুল হক
ঘ.মওলানা ভাসানী
উত্তরঃ 
৯৯. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল –
ক.৩৩০ টি আসন
খ.১৬৭ টি আসন
গ.১৭২ টি আসন
ঘ.৩০০ টি আসন
উত্তরঃ 
১০০. বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল –
ক.আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
খ.আগরতলা ষড়যন্ত্র মামলা
গ.ভারত-পাকিস্থান যুদ্ধ
ঘ.উনিশ দফা আন্দোলন
উত্তরঃ 
১০১. ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
ক.১২৫৫ খ্রিষ্টাব্দে
খ.১৬১০ খ্রিষ্টাব্দে
গ.১৯০৫ খ্রিষ্টাব্দে
ঘ.১৯৪৭ খ্রিষ্টাব্দে
উত্তরঃ 
১০২. মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন –
ক.বাবর
খ.আকবর
গ.শাহজাহান
ঘ.আওরঙ্গজেব
উত্তরঃ 
১০৩.  অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
ক.মোহাম্মদ আলী জিন্নাহ
খ.মাওলানা মোহাম্মদ আলী
গ.আগা খান
ঘ.আব্দুর রহিম
উত্তরঃ 
১০৪. বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল –
ক.যুক্তফ্রন্ট গঠন
খ.ভাষা আন্দোলন
গ.আগরতলা ষড়যন্ত্র মামলা
ঘ.আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
উত্তরঃ 
১০৫.  কালিদাস কোন যুগের কবি ছিলেন–
ক.মুঘল
খ.আর্য
গ.গুপ্ত
ঘ.মৌর্য
উত্তরঃ 
১০৬.  ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
ক.১৯৭২
খ.১৮৫০
গ.১৮৭২
ঘ.১৯০১
উত্তরঃ 
১০৭.  নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে –
ক.বাংলাদেশ ও যুক্তরাজ্য
খ.বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
গ.বাংলাদেশ ও ফ্রান্স
ঘ.যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া
উত্তরঃ 
১০৮.  কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?
ক.লর্ড কর্ণওয়ালিশ
খ.লর্ড ক্লাইভ
গ.লর্ড কার্জন
ঘ.লর্ড মাউন্টব্যাটন
উত্তরঃ 
১০৯.  ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
ক.অর্থনৈতিক
খ.রাজনৈতিক
গ.সামাজিক
ঘ.সাংস্কৃতিক
উত্তরঃ 
১১০.  বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
ক.শাহ ওয়ালীউল্লাহ
খ.হাজী শরীয়তুল্লাহ
গ.পীর মহসীন
ঘ.তিতুমীর
উত্তরঃ 
১১১.বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক.চতুর্থ তফসিল
খ.পঞ্চম তফসিল
গ.ষষ্ঠ তফসিল
ঘ.সপ্তম তফসিল
উত্তরঃ 
১১২.   কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক –
ক.বাবর
খ.হুমায়ুন
গ.শের শাহ্‌
ঘ.আকবর
উত্তরঃ 
১১৩.   আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় –
ক.আগরতলা
খ.ঢাকা
গ.লাহোর
ঘ.কোনটিই নয়
উত্তরঃ 
১১৪.   তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
ক.বারাসাত
খ.নারিকেলবারিয়া
গ.চাঁদপুর
ঘ.হায়দারপুর
উত্তরঃ 
১১৫.   বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ?
ক.হুসেন শাহ্‌
খ.ইলিয়াস শাহ্‌
গ.বখতিয়ার খলজি
ঘ.মুহাম্মদ বিন কাসিম
উত্তরঃ 
১১৬. বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন –
ক.শাহ্‌ সুজা
খ.মীর জুমলা
গ.শায়েস্তা খাঁ
ঘ.ইসলাম খান
উত্তরঃ 
১১৭.  তদানীন্তন পূর্ব পাকিস্থানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন।ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক.ঢাকায়
খ.নারায়ণগঞ্জে
গ.লাহোরে
ঘ.করাচীতে
উত্তরঃ 
১১৮.  খিলাফত আন্দোলনের অন্যতম নেতা –
ক.খাজা নাজিমউদ্দিন
খ.মোহাম্মদ আলী জিন্নাহ
গ.মওলানা মহাম্মদ আলী
ঘ.এ, কে ফজলুল হক
উত্তরঃ 
১১৯.  আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
ক.১৯৬৫
খ.১৯৬৬
গ.১৯৬৭
ঘ.১৯৫৫
উত্তরঃ 
১২০.  কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ?
ক.১৫ বার
খ.১৬ বার
গ.১৭ বার
ঘ.১৮ বার
উত্তরঃ 
১২১.ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
ক.সপ্তদশ শতাব্দীতে
খ.অষ্টদশ শতাব্দীতে
গ.ঊনবিংশ শতাব্দীতে
ঘ.বিংশ শতাব্দীতে
উত্তরঃ 
১২২. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?
ক.অ্যালপাইন
খ.আদি-অস্ট্রেলীয়
গ.নার্কিড
ঘ.মঙ্গোলীয়
উত্তরঃ 
১২৩. হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?
ক.বিক্রমাদিত্য
খ.কৃষ্ণচন্দ্র
গ.গৌর গোবিন্দ
ঘ.লক্ষণ সেন
উত্তরঃ 
১২৪. সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
ক.১৮১৯
খ.১৮২৯
গ.১৮৩৯
ঘ.১৮৪৯
উত্তরঃ 
১২৫. ঐতিহাসিক ‘ছয় দফা’ কবে ঘোষনা করা হয়?
ক.১ ফেব্রুয়ারী
খ.৫ ফেব্রুয়ারী
গ.৭ ফেব্রুয়ারী
ঘ.৭ মার্চ
ঙ.কোনটিই নয়
উত্তরঃ 
১২৬. ইউরোপের কোন দেশের অধিবাসীদের ‘ডাচ’ বলা হয় ?
ক.নেদারল্যান্ড
খ.ডেনমার্ক
গ.পর্তুগাল
ঘ.স্পেন
উত্তরঃ 
১২৭. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল –
ক.১৭৫৭-১৯৪৭
খ.১৮৭৫-১৯৪৭
গ.১৭৫৭-১৮৫৭
ঘ.১৭৬৫-১৮৮৫
উত্তরঃ 
১২৮. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
ক.হিদাস্পিসের যুদ্ধ
খ.কলিঙ্গের যুদ্ধ
গ.মেবারের যুদ্ধ
ঘ.পানিপথের যুদ্ধ
উত্তরঃ 
১২৯. ঢাকা শহরের গোড়াপত্তন হয় –ক.
ব্রিটিশ আমলে
খ.সুলতানি আমলে
গ.মুঘল আমলে
ঘ.স্বাধীন নবাবী আমলে
উত্তরঃ 
১৩০. ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন?
ক.নুরুল আমিন
খ.আতাউর রহমান খান
গ.এ কে ফজলুল হক
ঘ.আবু হোসেন সরকার
উত্তরঃ 
১৩১.শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?
ক.ফখরুদ্দিন মোবারক শাহ্‌
খ.শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
গ.আলাউদ্দিন হোসেন শাহ্‌
ঘ.নসরত শাহ্‌
উত্তরঃ 
১৩২. পাকিস্থানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন –
ক.আইয়ুব খান
খ.ইয়াহিয়া খান
গ.টিক্কা খান
ঘ.নূর খান
উত্তরঃ 
১৩৩. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
ক.১৯৫০
খ.১৯৪৮
গ.১৯৪৭
ঘ.১৯৫৪
উত্তরঃ 
১৩৪. বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
ক.লর্ড ওয়াভেল
খ.লর্ড কার্জন
গ.লর্ড বেন্টিক
ঘ.লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ 
১৩৫. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ক.কুসুম্বা মসজিদ
খ.বড় সোনা মসজিদ
গ.ষাট গম্বুজ মসজিদ
ঘ.সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ 
১৩৬. ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ (১৯০৫ খ্রিঃ) করেন?
ক.লর্ড কার্জন
খ.লর্ড লিটন
গ.লর্ড হার্ডিঞ্জ
ঘ.লর্ড মিন্টো
ঙ.লর্ড এলগিন
উত্তরঃ 
১৩৭. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?
ক.সোনারগাঁও
খ.জাহাঙ্গীরনগর
গ.ঢাকা
ঘ.গৌড়
উত্তরঃ 
১৩৮. বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
ক.হাভার্ড
খ.তুরিন
গ.নালন্দা
ঘ.আল-হামরা
উত্তরঃ 
১৩৯. বাংলাদেশের বদর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কতৃক শাসিত হয় -(The geographical area now constituting Bangladesh was ruled by Muslims.)
ক.চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত (From 14th to 18th century A.D )
খ.পঞ্চদশ শতাব্দীতে (In 15th century A.D)
গ.মুঘল শাসনামলে (During Mughal period)
ঘ.চতুর্দশ শতাব্দীর পূর্বে (Before 14th century A.D)
উত্তরঃ 
১৪০. তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ?
ক.বাবর ইব্রাহীম লোদীকে
খ.আকবর হিমুকে
গ.আকবর রানা প্রতাপকে
ঘ.আহমদ শাহ্‌ আবদালি মারাঠাদিগকে
উত্তরঃ 
১৪১. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক.ক্যাপ্টেন এম মনসুর আলী
খ.তাজউদ্দিন আহমেদ
গ.এ. এইচ. এম কামরুজ্জামান
ঘ.খন্দকার মোস্তাক আহমেদ
উত্তরঃ 
১৪২.  কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ.মওলানা আবদুল হামিদ খান ভাসানী
গ.এ কে ফজলুল হক
ঘ.আতাউর রহমান খান
উত্তরঃ 
১৪৩.  কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
ক.বখতিয়ার খিলজি
খ.মুশির্দকুলী খাঁ
গ.সম্রাট জাহাঙ্গীর
ঘ.শেরশাহ্‌
উত্তরঃ 
১৪৪.  ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে।
ক.খান জাহান আলী (রাঃ)
খ.বায়েজিদ বস্তামী (রাঃ)
গ.শাহ্‌ মকদুম (রাঃ)
ঘ.শাহ্‌ জালাল (রাঃ)
উত্তরঃ 
১৪৫.   পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?
ক.ফুলার
খ.কার্জন
গ.মিন্টো
ঘ.হেস্টিংস
উত্তরঃ 
১৪৬.   ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার,রফিক,বরকত,সালাম; ঐ দিনটি ছিল ফাল্গুন মাসের –
ক.৬ তারিখ
খ.৮ তারিখ
গ.১০ তারিখ
ঘ.১২ তারিখ
উত্তরঃ 
১৪৭.   ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
ক.বাবর
খ.আকবর
গ.হুমায়ূন
ঘ.কোনটিই নয়
উত্তরঃ 
১৪৮.   ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরী’ -এর রচয়িতা কে?(Ain-i-Akbori is written by -)
ক.ফেরদৌসী (Firdausi)
খ.আবুল ফজল (Abul Fazal)
গ.গালিব (Ghalib)
ঘ.None of the above
উত্তরঃ 
১৪৯.   কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশী বিস্তার ঘটে ?
ক.বাবর
খ.আকবর
গ.আওরঙ্গজেব
ঘ.শাহজাহান
উত্তরঃ 
১৫০. বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন –
ক.১৫১৬ সালে
খ.১৫২২ সালে
গ.১৫২৬ সালে
ঘ.১৫২৮ সালে
উত্তরঃ 
১৫১. ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলনে’ নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
ক.স্যার সলিমুল্লাহ
খ.শহীদ তিতুমীর
গ.মাওলানা ভাসানী
ঘ.সোহরাওয়ার্দী
উত্তরঃ 
১৫২.  গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল –
ক.চট্টগ্রাম
খ.সিলেট
গ.গৌড়
ঘ.পান্ডুয়া
উত্তরঃ 
১৫৩.  লাহোর প্রস্তাব ছিল –
ক.স্বাধীন বাংলা প্রস্তাব
খ.পাকিস্তান প্রস্তাব
গ.ভারত বিভাগের প্রস্তাব
ঘ.ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
উত্তরঃ 
১৫৪.  ইলা মিত্র আংশগ্রহণ করেন –
ক.ওয়াহাবী আন্দোলনে
খ.নীল বিদ্রোহে
গ.তেভাগা আন্দোলনে
ঘ.সিপাহী বিদ্রোহে
উত্তরঃ 
১৫৫.  ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
ক.পরিবিবি
খ.ইসলাম খান
গ.শায়েস্তা খান
ঘ.ঈশা খান
উত্তরঃ 
১৫৬.  শশাঙ্ক কখন স্বাধীন গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক.৫১৮ খ্রিস্টাব্দে
খ.৭১২ খ্রিস্টাব্দে
গ.৬০৬ খ্রিস্টাব্দে পূর্বে
ঘ.৫১২ খ্রিস্টাব্দের পরে
উত্তরঃ 
১৫৭.  চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
ক.২২-৩-১৮৯৩
খ.২২-৩-১৮০৫
গ.২২-৩-১৭৯৩
ঘ.১৬-৩-১৭৯৬
উত্তরঃ 
১৫৮.  নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
ক.জওহরলাল নেহেরু
খ.মওলানা আবুল কলাম আজাদ
গ.মহাত্না গান্ধী
ঘ.কোনটিই নয়
উত্তরঃ গ 
১৫৯.  ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন –
ক.মুহম্মদ বিন কাসিম
খ.সুলতান মাহমুদ
গ.মুহম্মদ ঘুরি
ঘ.গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ 
১৬০. ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ?
ক.সম্রাট আকবর
খ.সম্রাট শাহজাহান
গ.শের শাহ্‌
ঘ.লর্ড কর্নওয়ালিস
ঙ.সম্রাট অশোক
উত্তরঃ 
১৬১.  পাক-ভারত ২য় যুদ্ধ কত সালে শুরু হয়
ক.১৯৬৫ সালে
খ.১৯৬৯ সালে
গ.১৯৬৩ সালে
ঘ.১৯৭০ সালে
উত্তরঃ 
১৬২.  ছয়-দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক.ঢাকায়
খ.লাহোরে
গ.করাচিতে
ঘ.নারায়নগঞ্জে
উত্তরঃ 
১৬৩.  তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?
ক.মুহম্মদ ঘুরী
খ.লক্ষণ সেন
গ.পৃথ্বিরাজ
ঘ.জয়চন্দ্র
উত্তরঃ 
১৬৪.  ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন –
ক.মাওলানা ভাসানী
খ.কমরেড মুজাফফর আহম্মদ
গ.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ 
১৬৫. প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন –
ক.বাবর
খ.সুলতান মাহমুদ
গ.মুহাম্মদ বিন কাসিম
ঘ.মোহাম্মদ ঘোরী
উত্তরঃ 
১৬৬.  বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?
ক.১৯০৫ সালে
খ.১৯৫৭ সালে
গ.১৯৪৭ সালে
ঘ.১৮০৫ সালে
উত্তরঃ 
১৬৭.  কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
ক.১৭৫৬
খ.১৮৫৬
গ.১৭৫৭
ঘ.১৮৫৭
উত্তরঃ 
১৬৮.  মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন –
ক.করাচীতে
খ.দেবগিরিতে
গ.নগর কোটে
ঘ.ঘোড়াশালে
উত্তরঃ 
১৬৯.  কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
ক.মালিক কাফুর
খ.বৈরাম খাঁন
গ.শায়েস্তা খাঁন
ঘ.মীর জুমলা
উত্তরঃ 
১৭০.  প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
ক.দেশবন্ধু চিওরঞ্জন দাসের
খ.মাস্টারদা সূর্যসেনের
গ.নেতাজী সুভাষ চন্দ্র বসুর
ঘ.মহাত্না গান্ধীর
উত্তরঃ 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সাইজঃ-  475 KB

 পৃষ্ঠা সংখ্যাঃ 19

Download From Google Drive

Download From Yandex

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!