মুক্তিযুদ্ধ বিষয়ক বাছাই করা সাধারণ জ্ঞানের
গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
Important Questions about Liberation
War of Bangladesh
- উইং কমান্ডার এম .কে.বাশার মুক্তিযুদ্ধ কোন সেক্টরের কামান্ডার ছিলেন ? উত্তরঃ সেক্টর ৬
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্টিত হয় ? উত্তরঃ ম্যাডিসন স্কোয়ার গার্ডেন
- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্ত করা হয়েছে ? উত্তরঃ ৩০ অক্টোবর ২০১৭
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন দুজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূসিত করা হয় ? উত্তরঃ সিতারা বেগম ও তারামন বিবি
- একাত্তরের দিনগুলি বইটির লেখক কে ? উ্ত্তরঃ জাহানারা ইমাম
- Surrender at Dacca Birth of a Nation বইটির লেখক কে ? উত্তরঃ লে. জে. জেএফআর জেকর
- বীরশ্রেষ্ট মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে ?উ্ত্তরঃ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া
- বাংলাদেশে মোট রাষ্টীয় খেতাব প্রাপ্ত মুক্তিযুদ্ধাদের সংখ্যা কত ? উত্তরঃ ৬৭৬
- ১৭ ই এপ্রিল ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্টান পরিচালনা করেন কে ? উত্তরঃ মোহাম্মদ ইউসুফ আলী
- ১৯৭১ সালে অনুষ্টিত কনসার্ট ফর বাংলাদেশের ’প্রধান শিল্পী কে ?উত্তরঃ জর্জ হ্যারিসন
- ১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ?উত্তরঃ বিটলস
- ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহবানে বাংলাদেশে কনসার্টে যোগ দেন ? উত্তরঃ Ravi Shankar
- কোন বিদেশী সাংবাদিক গণহত্যার কথা বহির্বিশ্বে প্রকার করেন ? উত্তরঃ সাইমন ডিং
- মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড -রিচয়িতা কে ? উত্তরঃ অ্যালেন গিনসবার্গ
- সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণা করা হয়েছে ? উত্তরঃ ১ ডিসেম্বর
- ১৯৭১ এ – মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশেকে কে তুলে ধরেন ? উত্তরঃ এদের সবাই
- বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ? উত্তরঃ কলকাতা
- মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরে অর্ন্তভূক্ত ছিল ? উত্তরঃ সেক্টর ৭
- মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরে অর্ন্তভূক্ত ছিল ? উত্তরঃ ৮ নং
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ নৌ সেক্টর/নৌ-কমান্ডো সেক্টর ? উত্তরঃ১০ নং
- সেক্টর নং ৩ এর সেক্টর কমান্ডার ছিলেন ? উত্তরঃ মেজর এম.এম নুরুজ্জামান
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন ? উত্তরঃ ২জন
- বাংলাদেশের কোন জীবিত ব্যাক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্ব সূচক পদক কী ?উত্তরঃ বীর উত্তম
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক ’ খেতাব পাপ্ত একমাত্র বিদেশী নাগরিগ ? উত্তরঃ ডব্লিউ এস ওয়াডারল্যান্ড
- মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা কে ? উত্তরঃ ডা: সেতারা বেগম
- কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান ?উত্তরঃ ডা: সেতারা বেগম
- ক্ষুদ্র – নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন ? উত্তরঃ উক্যাচিং মারমা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিরা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল ? উত্তরঃ সেক্টর ২
- এদের মধ্যে কে বীর শ্রেষ্ঠ নন ? উত্তরঃ নুরুল হক
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন ? উত্তরঃ নৌবাহিনী
- বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি ? উত্তরঃ ভারত
- কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ? উত্তরঃ ইরাক
- বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে ? উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২
- স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে ? উত্তরঃ ৪এপ্রিল ১৯৭২
- বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ ?উত্তরঃ পূর্ব জার্মানি
- কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে সর্ব প্রথম স্বীকৃতি দেয় ? উত্তরঃ ইরাক
- মুজিব নগরের অর্থমন্ত্রি কে ছিলেন ? উত্তরঃ এম মনসুর আলী
- মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ? উত্তরঃ ১০ নং সেক্টর
- মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ? উত্তরঃ এ.এইস এম কামরুজ্জামান
- বাংলাদেশের মুক্তিযুদ্ধরে পটভুমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে ? উত্তরঃ আলমগীর কবির
- মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরসমনি কার রচনা ? উত্তরঃ হুমায়ূন আহমেদ
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক কে ছিলেন ? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- মুজিব নগর সরকার কখন গঠিত হয় ? উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
- কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধু রাজনীতির কবি (POET OF POLITICS) উপাধি দিয়েছিলেন ? উত্তরঃ নিউজ উইরুস (উইকস)
- আনুষ্টানিক ভাবে স্বধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় ?উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
- মুজিবনগর কোথায় অবস্থিত ? উত্তরঃ মেহের পুর
- মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবিদের উপর ব্যাপক হত্যাকান্ড সংঘঠিত হয় ? উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১
- লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না ? দম্তোত্তিকারী ব্যাক্তিটি কে ছিল ? উত্তরঃ জেনারেল ইয়াহিয়া খান
- দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে ? উত্তরঃ জেনারেল সুখওয়ান্ত সিং
- একাত্তেরর চিঠি – কোন জাতীয় রচনা ? উত্তরঃ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
- বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ? উত্তরঃ মালেশিয়া
- বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন ? উত্তরঃ জে.আতাউল গণি ওসমানী
- বাংলাদেশের মক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন ? উত্তরঃ জেনারেল আঃ গণি ওসমানী
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল ? উত্তরঃ ১১টি
- মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্টানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে ? উত্তরঃ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
- বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত ? উত্তরঃ সাত
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় ? উত্তরঃ ৬৯ জন
- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায় ? উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল ? উত্তরঃ সিপাহী
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল নিম্নের কোন তারিখে মৃত্যু বরণ করেন ? উত্তরঃ ১৮এপ্রিল ১৯৭১
- বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম উইরোপীয় দেশ কোনটি ? উত্তরঃ পূর্ব র্জামানি
- ১৯৭৫ সালে ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবিাহিনী প্রধান কে ছিলেন ? উত্তরঃ মে.জে.কে এম শফিউল্লাহ
- রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃস্তম্বের নাম কী ? উত্তরঃ রক্ত সোপান
- ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসর্মপণ করেন ? উত্তরঃ তৎকালীন রেসকোর্স র্ময়দানে
- বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কী উত্তরঃ তারামন বিবি ও সিতারা বেগম
- মুক্তি যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রর্দশন ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরুপ মুক্তিযোদ্ধের বীরত্ব সূচক খেতাব নিম্নের কোন তারিখে দেওয়া হয় ? উত্তরঃ ১৫ ডিসেম্বর ১৯৭৩
- ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ছিল ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ? উত্তরঃ ০৬ তারিখে
- স্বধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধি লাভ করে কত জন ? উত্তরঃ ৪ জন
- ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল ? উত্তরঃ বৃহস্পতিবার
- শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর ? উত্তরঃ ২৬ মার্চ রাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্দ হয় কবে ? উত্তরঃ ৩০ মার্চ ১৯৭১
- মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি ? উত্তরঃ জয়বাংলা
- নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণা রয়েছে ? উত্তরঃ বাংলাদেশ ও যুক্তরাজ্য
- প্রবসী সরকার স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন ? উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী
- বাংলাদেশের স্বাধীনতা ঘোষনাপত্র পাঠ করা হয় ? উত্তরঃ মুজিব নগর হতে
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল ?উত্তরঃ মেহের পুরে
- বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজদধানীর নাম ? উত্তরঃ মুজিবনগর
- বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন ? উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন ? উত্তরঃ তাজউদ্দীন আহমেদ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন ? উত্তরঃ ক.জি.সি দেব
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যেমে কোন পাশ্চত্য শিল্পী বিশেষ ভুমিকা রেখেছিলেন ? উত্তরঃ জর্জ হ্যারিসন
- রবি শংকর একজন বিখ্যাত ? উত্তরঃ সেতার বাদক
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল ? উত্তরঃ সোভেয়েত ইউনিয়ন
- বালাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম ? উত্তরঃ যশোর
- কোন আন্তজাতিক সাপ্তাহিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসাবে আখ্যা দেয় ? উত্তরঃ নিউজ উইক
- বাংলাদেশের প্রথম অধিকার আদায়ের আন্দোলন কোনটি? উঃ ভাষা আন্দোলন।
- আগরতলা মামলাকে কী বলে অভিহিত করা হয়? উঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান।
- আগরতলা মামলার আসামী কতজন ছিলেন? উঃ ৩৫ জন।
- গণ অভ্ভুত্থান কাকে কেন্দ্র করে গড়ে উঠে? উঃ আগরতলা মামলা।
- ৭০’এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে ছিলেন? উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন? উঃ তোফায়েল আহমেদ।
- বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কোথায় দেয়া হয়? উঃ রেসকোর্স ময়দানে।
- বাঙালি জাতির মুক্তির সনদ কী? উঃ ছয় দফা আন্দোলন।
- পূর্ববাংলা ‘বাংলাদেশ’ নাম পায় কত সালে? উঃ ১৯৬৯ সালে।
- অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? উঃ ইয়াহিয়া খান।
- রাজাকার বাহিনী কে গঠন করেন? উঃ মওলানা এ কে এম ইউসুফ।
- মুক্তিযুদ্ধের স্লোগান কী? উঃ জয় বাংলা।
- মার্ক টলী কীসের সাংবাদিক? উঃ বিবিসি।
- হানাদার বাহিনীদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় রাখা হয়েছিল? উঃ ঢাকা সেনানিবাসে।
- অপারেশন জ্যাকপট কতটি জাহাজ ধ্বংস করে? উঃ ৬০টি।
- জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? উঃ ২ মার্চ, ১৯৭১।
- জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব।
- জাতীয় পতাকা প্রথম কীথায় উত্তোলিত হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
- বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন কতজন? উঃ ৭ জন।
- বীরশ্রেষ্ঠ উপাধি প্রাপ্ত সকলে কীসের সদস্য? উঃ সশস্ত্র বাহিনীর।
- বীর উত্তম উপাধি লাভ করেন কতজন? উঃ৬৮ জন।
- বীর বিক্রম উপাধি লাভ করেন কতজন? উঃ ১৭৫ জন।
- বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? উঃ ৪২৬ জন।
- মোট বীরত্বসূচক উপাধি লাভ করেন কতজন? উঃ ৬৭৬ জন।
- নারী হিসেবে বীরত্বসূচক উপাধি লাভ করেন কতজন? উঃ ২ জন।।
- কতজন হানাদার সেনা আত্মসমর্পন করে? উঃ ৯৩ হাজার জন।
- কোন বীরশ্রেষ্ঠের কবর নেই? উঃ রুহুল আমিন।
- মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১.
- মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা করে? উঃ ইপিআর।
- মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? উঃ গাজীপুরে।
- বঙ্গবন্ধু জাতির জনক হিসেবে ঘোষিত হন কবে? উঃ ১৯ মার্চ, ১৯৭১।
- বাংলাদেশের প্রথম নির্বাচন হয় কবে? উঃ ৭ই মার্চ, ১৯৭৩।
- সাইমন ড্রিং কোন দেশী সাংবাদিক? উঃ ব্রিটিশ সাংবাদিক।
- বীরত্বসূচক উপাধি প্রাপ্ত বিদেশী নাগরিক কোন দেশী? উঃ ডাচ।
- বীরত্বসূচক উপাধি প্রাপ্ত সর্বকনিষ্ট যোদ্ধার বয়স কত? উঃ ১২ বছর।
- মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনীত নাম কী ছিল? উঃ এম.এফ।
- বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন কবে? উঃ ১০ জানুয়ারি, ১৯৭২৷
- বাংলাদেশকে ‘তলাহীন ঝুড়ি’ বলেছিলেন কে? উঃ মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। ।
- মুক্তিযুদ্ধের প্রধান কৌশল কী? উঃ গেরিলা আক্রমণ।
এক নজরে মুক্তিযুদ্ধ বিষয়ক আরো কিছু সাধারণ জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
___উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
___উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
____উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
____উঃ আ স ম আব্দুর রব।
প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
____উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
____উঃ ২৬ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
____উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
____উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
____উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
প্রশ্ন: শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
____উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
প্রশ্ন: শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
____উঃ ১০ জানুয়ারী ১৯৭২।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
____উঃ বীরউত্তম।
প্রশ্ন: এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?
____উঃ জেনারেল ইয়াহিয়া খান।
প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
____উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
____উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
____উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
____উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
____উঃ ৬ জন।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
____উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
____উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
____উঃ তাজউদ্দিন আহম্মেদ।
প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
____উঃ এম, মনসুর আলী।
প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
____উঃ তাজউদ্দিন আহম্মেদ।
প্রশ্ন: মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
____উঃ শেখ মুজিবর রহমান।
প্রশ্ন: মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
____উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
____উঃ অধ্যাপক ইউসুফ আলী।
প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
____উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
____উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
____উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
____উঃ এম হোসেন আলী।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
____উঃ ১৮ এপ্রিল কলকতায়।
প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
____উঃ ১১ টি।
প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
____উঃ ১০ নং সেক্টর।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
____উঃ ৭ জন।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
____উঃ ৬৯জন।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
____উঃ ১৭৫জন।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
____উঃ ৪২৬ জন।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
____উঃ ৬৭৬ জন।
প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
____উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
____উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
প্রশ্ন: সমপ্রতি কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
____উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
প্রশ্ন: বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
____উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।
প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
____উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর
কোথায় ছিল?
____উঃ ভারতের আমবাসা এলাকায়।
প্রশ্ন: দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
____উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
____উঃ মাদার মারিও ভেরেনজি।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
____উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
আরো পড়ুনঃ-
- বীরশ্রেষ্ঠ নিয়ে কিছু কথা ২০টি অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন সমাধান
- সহজ টেকনিকে ১ থেকে ১১নং পর্যন্ত মুক্তিযুদ্ধের সেক্টর মনে রাখার উপায়। পিডিএফ ডাউনলোড
- ১০ম-৪০তম বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ অংশ থেকে আসা প্রশ্ন সমাধান
- সাতজন বীরশ্রেষ্ঠের নাম সহজে মনে রাখার টেকনিক পিডিএফ ডাউনলোড