৪১ তম বিসিএসের সাধারণ জ্ঞান প্রস্তুতি
১. কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়?
উত্তর : গ
২. সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ–
৩. কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
ক. আফগানিস্তান খ. মিয়ানমার
৪. Which is the capital city of Pakistan?
ক. Islamabad খ. Rawalpindi
৫. তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
ক. ভারতে খ. পাকিস্তানে
৬. সোয়াত উপত্যকা কোন দেশে?
ক. পাকিস্তান খ. ভারত
৭. ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
ক. জানুয়ারি ২০০৮ খ. জুন ২০০৬
৮. ভুটানের রাজধানী কী?
ক. থিম্পু খ. কাঠমান্ডু
৯. অনুরাধাপুর কোথায় অবস্থিত?
ক. ভুটান খ. বাংলাদেশ
১০. শ্রীলংকার রাজধানী–
ক. হ্যানয় খ. কলম্বো
১১. নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কোন সালে?
ক. ২০০৫ খ. ২০০৬
১২. ২০০৭ সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলোপ ঘটে?
ক. ২৩৫ বছর খ. ২৪০ বছর
১৩. নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০ খ. ২০০৭
১৪. কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে?
ক. মালদ্বীপ খ. শ্রীলংকা
১৫. মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
ক. তুর্কেমেনিস্তান খ. তাজিকিস্তান
১৬. আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
ক. পশতুন খ. তাজিক
১৭. পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
ক. সিংহল খ. তিব্বত
১৮. কান্দাহার কোন দেশের শহর?
ক. কাজাকিস্তান খ. আফগানিস্তান
১৯. যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়–
ক. হেরাত খ. কান্দাহার
২০. আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২ খ. ১৯৭৩
উত্তর : খ