Monday, September 9, 2024
Homeবাংলা সাহিত্য ও ব্যাকরণবাংলা সাহিত্যের প্রথম, আদি, ও শ্রেষ্ঠ সম্পর্কিত সকল বাছাই করা প্রশ্ন ও...

বাংলা সাহিত্যের প্রথম, আদি, ও শ্রেষ্ঠ সম্পর্কিত সকল বাছাই করা প্রশ্ন ও উত্তর| All Important Questions about Bengali Literature

বাংলা সাহিত্যের প্রথম, আদি, ও শ্রেষ্ঠ সম্পর্কিত সকল

বাছাই করা প্রশ্ন ও উত্তর

বাংলা সাহিত্যের প্রথম, আদি, ও শ্রেষ্ঠ রচনাবলী বা সাহিত্যিক বিষয়ক কিছু প্রশ্ন বিসিএস সহ সকল চাকরির পরীক্ষায়ই আসে। নিচে এই ধরণের বাছাই করা সকল প্রশ্ন ও উত্তর একসাথে দেওয়া হল। এই প্রশ্নগুলো থেকে কয়েকটি প্রশ্ন কমন আসবেই।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস – প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল (১৮৫৮)।
 বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
 বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক – তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন।
 বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক – মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা (১৮৫৯)।
 বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি – মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী (১৮৬০)।
 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি – মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী (১৮৬১)।
 বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ – মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য (কাহিনিকাব্য)।
 বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পত্রকাব্য – মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা।
 বাংলা সাহিত্যের সর্বপ্রথম, সর্বশেষ ও সার্থক মহাকাব্য – মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য (১৮৬১)।
 বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক – মীর মশাররফ হোসেনের বসন্ত কুমারী (১৮৭৩)।
 বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা।
 বাংলা ভাষার প্রথম সাময়িকী – দিগ্ দর্শন (১৮১৮ সাল)
 বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই – কথোপকথন (১৮০১)।
 বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য – লিপিমালা (১৮০২ সাল) ; রচয়িতা রামরাম বসু।
 বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ – উইলিয়াম কেরির ইতিহাসমালা।
 বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবনচরিত – রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র।
 আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান।
 বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী প্রধান কাব্য – অগ্নি-বীণা (১৯২২)।
 বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য – শ্রী চৈতন্যভাগবত।
 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ – গৌড়ীয় ব্যাকরণ।
 বাংলা ভাষার মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক – মীর মশাররফ হোসেনের জমিদার দর্পন (১৮৭৩)।
 বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা – যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত কীর্তিবিলাস (১৮৫২)।
 ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক – দীনবন্ধু মিত্রের নীলদর্পন (১৮৬০)।
 বাংলা ভাষার প্রথম সাংকেতিক নাটক – রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব (১৯০৮)।
 প্রথম বিয়োগাত্মক নাটক – কীর্তিবিলাস।
 বাংলা প্রবন্ধধারার প্রবর্তক – রাজা রামমোহন রায়।
 কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা – প্যারীচাঁদ মিত্র।
 প্রথম সমাজ সংস্কারমূলক প্রবন্ধ রচয়িতা – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
 বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন – দীনেশচন্দ্র সেন।
 একুশের প্রথম সাহিত্য সংকলন – একুশে ফেব্রুয়ারি (১৯৫৩)।
 একুশের প্রথম কবিতা – কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
 একুশের প্রথম নাটক – কবর (১৯৫৩)।
 একুশের প্রথম উপন্যাস – আরেক ফাল্গুন (১৯৬৮)।
 বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র – স্টপ জেনেসাইড।
 প্রথম বাংলা সবাক চিত্র – জামাই ষষ্ঠী (১৯৩১)।
 বাংলাদেশে নির্মিত প্রথম বাংলা (সবাক) চলচ্চিত্র – মুখ ও মুখোশ।
 মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র – জীবন থেকে নেয়া।
 স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র – ওরা ১১ জন।
 স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র – মেঘের পরে মেঘ।
 বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটক – বাকি ইতিহাস।
 বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটক – কাঠ ঠোকরা।
 বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক – একতলা দোতলা।
 বাংলা সাহিত্যের প্রথম প্রহসন নাটক – একেই কি বলে সভ্যতা।
 বাঙ্গালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ – ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ।
 বাংলায় প্রথম প্রবন্ধ গ্রন্থ – বেদান্ত গ্রন্থ।
 ছাপার অক্ষরে প্রথম বাংলা বই – কৃপার শাস্ত্রের অর্থভেদ।
 বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম – মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা।

 রচয়িতা

 মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ও প্রধান মহিলা কবি – চন্দ্রাবতী (দ্বিজ বংশীদাসের মেয়ে)।
 আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি – স্বর্ণকুমারী দেবী।
 বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক – স্বর্ণকুমারী দেব ( ১ম উপন্যাস দীপনির্বাণ)।
 বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক – মীর মশাররফ হোসেন (১ম উপন্যাস রত্নবতী)।
 আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি – বিহারীলাল চক্রবর্তী।
 মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি – ভারতচন্দ্র।
 বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি – ভারতচন্দ্র।
 বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি – ঈশ্বরচন্দ্র গুপ্ত।
 বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন – ড. দীনেশচন্দ্র সেন।
 বাংলা সাহিত্যের প্রথম/আদি কবি – লুইপা।
 বাংলায় পদাবলির প্রথম কবি – চণ্ডীদাস।
 বাংলা সাহিত্যের প্রথম অনুমিত মহিলা কবি – কুক্কুরিপা।
 কাব্য রচনাকারী প্রথম মুসলমান কবি – মোজাম্মেল হক।
 বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক/নাট্যকার – মীর মশাররফ হোসেন।
 বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত।
 বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত।
 বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত।
 বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার – মাইকেল মধুসূদন দত্ত।
 বাংলা ভাষায় প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী – কাজী নজরুল ইসলাম।
 উনিশ শতকের প্রথম বাঙ্গালি/মুসলিম লেখক – খন্দকার শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকী।
 বাংলা সাহিত্যের প্রথম যতি চিহ্নের ব্যবহারকারী – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
 বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী – প্রমথ চৌধুরী।
 প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টাকারী – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
 বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী মহাকাব্য রচনাকারী – নবীনচন্দ্র সেন।
 মৈমনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদক – ড. দীনেশচন্দ্র সেন।
 মহুয়া পালার রচয়িতা – দ্বিজ কানাই।
 দেওয়ানী মদিনার রচয়িতা – মনসুর বয়াতি।
 সমগ্র কোরআন এর প্রথম অনুবাদ করেন – ভাই গিরিশচন্দ্র সেন।

বাংলা সাহিত্যের আদি/প্রধান/শ্রেষ্ঠ/প্রথম

 আদি মঙ্গলকাব্য হল মনসামঙ্গল যার অপর নাম পদ্মপুরাণ।
 মঙ্গলকাব্য / মনসামঙ্গল এর আদি কবি – কানা হরিদত্ত।
 মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি – বিজয়গুপ্ত।
 ধর্মমঙ্গল কাব্যের আদি কবি – ময়ূরভট্ট।
 ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা – রুপরাম চক্রবর্তী।
 ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি – ঘনরাম চক্রবর্তী।
 চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা – মুকুন্দরাম চক্রবর্তী।
 চণ্ডীমঙ্গলের আদি কবি – মানিক দত্ত।
 চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান/শ্রেষ্ঠ কবি – মুকুন্দরাম চক্রবর্তী।
 অন্নদামঙ্গল ধারার প্রধান কবি – ভারতচন্দ্র রায়গুণাধর।
 কালিকামঙ্গল কাব্যের আদি কবি – কবি কঙ্ক।
 শিবমঙ্গল কাব্যের প্রথম কবি রামকৃষ্ণ রায়।
 কবিগানের প্রথম কবি – গুঁজলা পুট (গুঁই)।
 বাংলা টপ্পাগানের জনক – নিধু বাবু বা রামনীধি গুপ্ত।
 নাথ সাহিত্যের আদি/প্রধান কবি – শেখ ফয়জুল্লাহ।
 মার্সিয়া সাহিত্যের আদি কবি – শেখ ফয়জুল্লাহ।
 মর্সিয়া সাহিত্যের প্রথম কবি – শেখ ফয়জুল্লাহ।
 পুথি সাহিত্যের প্রথম স্বার্থক কবি – ফকির গরীবুল্লাহ।
 দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি – ফকির গরীবুল্লাহ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!